কক্সবাজার জেলা শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবকের তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছেন রামুর নিকারুজ্জামান

ramu ac land pic 16.01.17
রামু প্রতিনিধি :
রামু উপজেলা উন্নয়ন মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে প্রথম স্থান অর্জনের পর এবার কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় ‘শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক’ এর দ্বিতীয় স্থান অর্জন করেছেন রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান।

কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, এবং স্টলকে তাদের ডিজিটাল কার্যক্রমের জন্য পুরস্কার প্রদান করেছেন জেলা প্রশাসন। এবারের মেলায় ‘শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক’ এর দ্বিতীয় স্থান অর্জন করেছেন রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান। রামু ভূমি অফিসের কার্যক্রমকে ডিজিটালাইজ করে সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস, ভূমি সংক্রান্ত কাজকে মোবাইল এ্যাপসের মাধ্যমে গতিশীল করে সেবা প্রাপ্তি সহজীকরণের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের পুরস্কার দেওয়া হয়েছে। উল্লেখ্য তিনি সম্প্রতি রামু উপজেলা উন্নয়ন মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে প্রথম স্থান অর্জন করেন।

গত শনিবার কক্সবাজার পাবলিক লাইব্রেরীর মাঠে মো. নিকারুজ্জামানকে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি রামু- সদরের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খোরশেদ আরা হক, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি মো. সাইফুল ইসলাম মজুমদার, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে গত ১১ জানুয়ারি রামুতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে সবগুলো স্টলের মধ্যে শীর্ষ স্থান অধিকার করে রামু ভূমি অফিস। ওই অনুষ্ঠানে রামু সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জ্মানসহ কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি। এ সময় রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন