কক্সবাজার জেলায় জেএসসি, পিএসসি পাশের হার ৮৪.৭৯ ও ৯৭.৮৬ শতাংশ

কক্সবাজার প্রতিনিধি:

সারাদেশের ন্যায় কক্সবাজারেও জেএসসি ও সমমান এবং প্রাথমিক সমাপনি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৩০ ডিসেম্বর (শনিবার) প্রকাশিত ফলাফলে কক্সবাজার জেলায় জেএসসিতে পাশ করে ২৩ হাজার ১৬৮জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ৪১২৩জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১২১১জন। পাসের হার ৮৪.৭৯%। এছাড়া কক্সবাজার জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনিতে উত্তীর্ন হয় ৪৩ হাজার ১১৭জন। পাশের হার শতকরা ৯৭.৮৬%।

কক্সবাজার জেলা শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, সদর উপজেলা জেএসসি পরীক্ষায় সদরের মধ্যে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২৭০জন। ফেল করেছে ১জন। আর জিপিএ-৫ পেয়েছে ১৮৬জন। কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২৮৬জন, ফেল করেছে ২জন। আর জিপিএ-৫ পেয়েছে ১২২জন। খরুলিয়া উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২৪৯জন, ফেল করেছে ৮৬জন আর জিপিএ-৫ পেয়েছে ১২জন। কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে পাশ করেছে ৪৩০জন, ফেল করেছে ১২জন আর জিপিএ-৫ পেয়েছে ৭২জন। কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলে পাশ করেছে ১৮২জন, ফেল করেছে ৯জন। আর জিপিএ-৫ পেয়েছে ২৫জন। সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১১৪জন, অকৃতকার্য হয়েছে ১৪ আর জিপিএ-৫ পেয়েছে ৩জন। কক্সবাজার পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৮৬জন, ফেল করেছে ৩৭জন আর জিপিএ-৫ পেয়েছে ৪জন। ঈদগাহ জাহানারা স্কুলে পাশ করেছে ১২৩জন, ফেল করেছে ৪৭জন আর জিপিএ-৫ পেয়েছে ১০জন। আল বয়ান স্কুলে পাশ করেছে ৫জন, ফেল করেছে ১জন আর জিপিএ নাই। বর্ডার গার্ড বাংলাদেশ পাবলিক স্কুলে পাশ করেছে ৭৬জন, ফেল করেছে ৭জন। আর জিপিএ-৫ পেয়েছে ৬জন। সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৭০জন, ফেল করেছে ৭জন। খুরুশকুল উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৭৪জন, অকৃতকার্য হয়েছে ৫৮জন আর জিপিএ-৫ পেয়েছে ৬জন। পিএমখালী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩১জন, অকৃতকার্য হয়েছে ২৮জন। দক্ষিণ খুরুশকুল মডেল হাই স্কুলে ১৩৯জন, অকৃতকার্য হয়েছে ২৭জন। আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১২২জন আর অকৃতকার্য হয়েছে ২৭জন। উত্তরণ মডেল স্কুলে পাশ করেছে ৮৫জন, অকৃতকার্য হয়েছে ৬জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। গোমাতলী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৬৮জন, অকৃতকার্য ৬জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। চৌফলদণ্ডী মডেল হাই স্কুলে পাশ করেছে ৮৮জন, অকৃতকার্য ১০জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। নাপিতখালী মাধ্যমিক স্কুলে পাশ করেছে ১২২জন, অকৃতকার্য ২০জন আর জিপিএ-৫ পেয়েছে ৫জন। মোহাং ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩৮জন, অকৃতকার্য ১৪জন আর জিপিএ-৫ পেয়েছে ৩জন। বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাশ করেছে ২৬জন, ফেল করেছে ২, জিপিএ-৫ পেয়েছে ১জন। ভারুয়াখালী উচ্চ বিদ্যালয়ে পাশ ১২০জন, অকৃতকার্য ৮৪জন এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৩জন। পোকখালী উচ্চ বিদ্যালয়ে পাশ ৫৪জন, অকৃতকার্য ৩৮জন। সাগরমনি হাই স্কুলে পাশ করেছে ৮০ জন, অকৃতর্কায ২২ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন। দ্বীপশিখা বালিকা একাডেমিতে পাশ করেছে ১২জন, শতভাগ পাশ। পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৯৬জন, অকৃতকার্য হয়েছে ৫জন, জিপিএ-৫ পেয়েছে ৬জন। হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশ করেছে ৭৬জন, অকৃতকার্য হয়েছে ৪জন। ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২০০জন, অকৃতকার্য ২২জন, জিপিএ-৫ পেয়েছে ৬জন। ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন পাশ করেছে ৩১৬জন, অকৃতকার্য ৫৭জন, জিপিএ-৫ পেয়েছে ২২জন, কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৮০জন, অকৃতকার্য ২৪জন। আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৬৬জন, অকৃতকার্য ২৪জন। টিএমসি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৬৫জন, অকৃতকার্য ২১জন। বাহারছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাশ করেছে ৭৬জন, অকৃতকার্য ১২জন, জিপিএ-৫ পেয়েছে ১জন। এয়ারপোর্ট পাবলিক উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৯৯ জন, অকৃতকার্য ৩১জন। উত্তরণ বিদ্যা নিকেতনে পাশ করেছে ৬৭জন, অকৃতকার্য ৩১জন। ভোমরিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশ করেছে ৬৭জন, ফেল করেছে ১জন। মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশ করেছে ২৩জন, শতভাগ পাশ।

চকরিয়া উপজেলাঃ চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৭২জন, অকৃতকার্য ৮জন। বদরখালী কলোনী হাইস্কুলে পাশ করেছ ১৫২জন, অকৃতকার্য ৩৯জন। চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতনে পাশ করেছে ১৭১জন, অকৃতকার্য ২৭জন। উত্তর বরইতলী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২১৫জন, অকৃতকার্য ২৭জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন। উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১০০জন, অকৃতকার্য ২৩জন। সেন্ট্রাল পাবলিক হাইস্কুলে পাশ করেছে ৫৬জন, অকৃতকার্য- ১জন। শাহ ওমরাহবাদ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩৯জন, অকৃতকার্য ৩৫জন, মানিকপুর উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৪৪জন, অকৃতকার্য ২১জন, জিপিএ- ৫জন, কাকারা মাধ্যমিক বিদ্যালয় ১৫৫জন পাশ করেছে, অকৃতকার্য ২৯জন, জিপিএ-৫ পেয়েছে ১০জন, কল্যাণকাটা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২৬৮জন, অকৃতকার্য ৪৯জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, বদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৮৫জন, অকৃতকার্য ১৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২০জন, কোরক বিদ্যাপীঠ ৩২৭জন পাশ করেছে, ফেল করেছে ৩, জিপিএ-৫ পেয়েছে ৮৫জন, হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৬০জন, অকৃতকার্য ৬৬জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৭৯জন, অকৃতকার্য ৩০জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, ইলিশিয়া জমিলা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৮৮জন, অকৃতকার্য ৪৭জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের পাশ করেছে ১৬৪জন, অকৃতকার্য ৪৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৬জন, বরইতলী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১২৮জন, অকৃতকার্য ৩৪জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, চকরিয়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৯৬জন, অকৃতকার্য ১৫জন, জিপিএ-৫ পেয়েছে ১২জন, কিশলয় আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৮৯জন, অকৃতকার্য ২৬জন, জিপিএ-৫ পেয়েছে ১৪জন, খুটাখালী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১২২ জন, অকৃতকার্য ২৩জন, জিপিএ- ৫ পেয়েছে ৭জন, মেমোরিয়াল খ্রিস্টান উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩১জন, ফেল করেছে ২, জিপিএ-৫ পেয়েছে ১৯জন, ডুলাহাজারা জুনিয়র বালিকা বিদ্যালয়ে পাশ করেছে ৫০জন, অকৃতকার্য ১৪জন। কিশলয় আদর্শ বালিকা স্কুলে পাশ করেছে ১০৬জন, অকৃতকার্য ১জন, জিপিএ-৫ পেয়েছে ৬জন, মালুমঘাট আইডিয়াল স্কুলে পাশ করেছে ৬৬জন, অকৃতকার্য ১৪জন। রিংভং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশ করেছে ৬২জন, ফেল করেছে ৫জন। চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩৯জন, অকৃতকার্য ২ জন, জিপিএ-৫ পেয়েছে ৮জন, কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৭৪জন, অকৃতকার্য ৪০জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন, ভেলুয়া মানিকচর উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৮৪জন, অকৃতকার্য ৪২জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, দিগর পানখালী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৯৮জন, অকৃতকার্য ১৫জন। বিএমএস উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৬১জন, অকৃতকার্য ২৬জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন, পূর্ব বড় ভেওলা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৫৫ জন, অকৃতকার্য ৮জন, জিপিএ-৫ পেয়েছে ৮জন, আর. কে নুরুল আমিন উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৯১জন, অকৃতকার্য ১০জন, জিপিএ-৫ নেই, চকরিয়া গ্রামার স্কুলে পাশ করেছে ১২৩জন, জিপিএ-৫ পেয়েছে ৪৪জন, ঢেমুশিয়া জিন্নাত আলী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৭৮জন, অকৃতকার্য-২৯জন। দরবেশকাটা উচ্চ বিদ্যলয়ে পাশ করেছে ৩৬জন, অকৃতকার্য ১৬জন। কোনাখালী করিম মিয়া উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৭০জন, অকৃতকার্য-৩২জন। মেহেরনামা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩৫, ফেল ৮৯। রাজাখালী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৯৯, ফেল ৫২, জিপিএ-৫ পেয়েছে ২জন। চকরিয়া আল-আজহার উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১০৮, ফেল ২৭, জিপিএ-২জন। রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৩০৫, ফেল ৫১, জিপিএ-৫ পেয়েছে ২জন।

পেকুয়া উপজেলা: শিলখালী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২৩৩জন, অকৃতকার্য- ৫৩জন, জিপিএ-৫ পেয়েছে ১৭জন, হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৯৯জন, অকৃতকার্য- ৪০জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩২ জন, অকৃতকার্য- ৬১ জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩১জন, অকৃতকার্য- ৩২জন, বারবাকিয়া পানশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশ করেছে ১৭৬জন, অকৃতকার্য ৫৩জন। জিপিএ-৫ পেয়েছে ৫জন। পেকুয়া জি.এম.সি ইনস্টিটিউশনে পাশ করেছে ২৪৬জন, অকৃতকার্য ১১০জন, জিপিএ-৫ পেয়েছে ১৬জন, মগনামা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১২০জন, অকৃতকার্য ২৯জন। রাজাখালী ফয়জুন নেছা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৪৪জন, অকৃতকার্য ৫জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন, রাজাখালী এআরআলী খান উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১১৯জন, অকৃতকার্য- ১০জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, টৈঠং উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৭৫জন, অকৃতকার্য- ৮৩, জিপিএ-৫ পেয়েছে ৬জন, উজানটিয়া খাঁন বাহাদুর উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৭জন, অকৃতকার্য ১০জন। সাতার উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৭৮ জন, অকৃতকার্য- ১৪জন, জিপিএ-৫ পেয়েছে ২জন।

মহেশখালী উপজেলা: মহেশখালী আইল্যান্ড উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২৪০জন, অকৃতকার্য- ৩১জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, কুতুবজুম আইডিয়াল হাইস্কুলে পাশ করেছে ১৩৪জন, অকৃতকার্য- ১০জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩৮জন, অকৃতকার্য-১৪জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন, মহেশখালী মডেল উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২২৫জন, অকৃতকার্য- ২০৭জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৮৩জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন। পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৭০ জন, অকৃতকার্য- ১৫জন, জিপিএ-৫ পেয়েছে ১জন। কুতুবজুম আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১১৯জন, অকৃতকার্য- ৪৪জন। ছোট মহেশখালী মডেল জুনিয়র স্কুলে পাশ করেছে ১১৩জন, অকৃতকার্য ৩৫জন। আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৩৭জন, অকৃতকার্য-২২জন। গোরকঘাটা জুনিয়র উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৮৪জন, অকৃতকার্য-৩, জিপিএ-৫ পেয়েছে ৩জন। ঘটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশ করেছে ৩৬জন, অকৃতকার্য- ৫জন। হোয়ানক বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৭০জন, অকৃতকার্য- ১৫জন, জিপিএ-৫ পেয়েছে ১জন। ইউনুছখালী নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১১৪জন, অকৃতকার্য ৩৯জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন। হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৯১জন, অকৃতকার্য ১৯জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১১৩জন, অকৃতকার্য- ৩২জন, জিপিএ-৫ পেয়েছে ৭জন, শামলাপুর উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৫৭জন, ফেল করেছে ৪১, জিপিএ-৫ পেয়েছে ৩জন, নর্থ নলবিলা জুনিয়র সেকেন্ডারী স্কুলে পাশ করেছে ১২৯জন, ফেল করেছে ২১, জিপিএ-৫ পেয়েছে ১০জন, ছনখোলা পাড়া জুনিরয়র স্কুলে পাশ করেছে ৯৩জন, ফেল করেছে ৫। হোয়ানক জুনিয়র আদর্শ বিদ্যাপীঠে পাশ করেছে ৫৬জন, ফেল করেছে ৬জন। জেএমঘাট মডেল হাইস্কুলে পাশ করেছে ৯২ জন, অকৃতকার্য ২০ জন। মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২১৮ জন, অকৃতকার্য ১১২জন, জিপিএ-৫ পেয়েছে ৬জন, ধলঘাটা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৬১জন, অকৃতকার্য ৪৬জন। মাতারবাড়ী আদর্শ পাবলিক হাইস্কুলে পাশ করেছে ৮০জন, ফেল ১৩, জিপিএ-৫ পেয়েছে ১জন। কুতুবজুম অপশোর উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৫৫জন, অকৃতকার্য ৩জন।

উখিয়া উপজেলা: পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২৩৬জন, অকৃতকার্য ২১জন, জিপিএ-৫ পেয়েছে ৭জন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৬২জন, অকৃতকার্য- ৮জন, জিপিএ-৫ পেয়েছে নেই, উখিয়া উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২৪৫জন, অকৃতকার্য-৮জন, জিপিএ-৫ পেয়েছে ৩৩জন, কুতুপালং উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৮২ জন, অকৃতকার্য- ৫জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৪৬জন, ফেল ৬, জিপিএ-৫ পেয়েছে ২জন, আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২০০জন, ফেল ৭, জিপিএ-৫ পেয়েছে ২২জন, ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১০০জন, অকৃতকার্য- ৩জন। গোয়ালিয়াপালং পাশ করেছে ৪৭ জন।

ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৪২জন, অকৃতকার্য- ১জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন। বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৮৬ জন, অকৃতকার্য- ৫জন। পালংখালী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৬৫জন, অকৃতকার্য- ৫জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন, থাইংখালী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১১৫জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন। তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশ করেছে ৩৩জন, ফেল ১জন।

মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২৭২জন, অকৃতকার্য- ১৬জন, জিপিএ-৫ পেয়েছে ১৮জন। ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২৭১জন, অকৃতকার্য- ১২জন, জিপিএ-৫ পেয়েছে ১৫জন, সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২২২জন, অকৃতকার্য- ২১জন, জিপিএ- ৫ পেয়েছে ৬জন। রুমখাঁ পালং জুনিয়র উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৬১জন। মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৬৭জন, অকৃতকার্য ৬জন। হিলটপ জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৫জন। ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশ করেছে ৬০জন, অকৃতকার্য ৫জন, জিপিএ-৫ পেয়েছে ১জন।

রামু উপজেলা: রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২৫৯জন, অকৃতকার্য ৪৭জন, জিপিএ-৫ পেয়েছে ২৫জন, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩৫জন, অকৃতকার্য-১১, জিপিএ-৫ পেয়েছে ৫জন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১২৯জন, অকৃতকার্য- ৪জন, জিপিএ-৫ পেয়েছে ৭জন, ধেছুয়া পালং উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৫১জন, ফেল করেছে ২০জন। মনছুর আলী সিকদার আইডিয়াল স্কুলে পাশ করেছে ১৪০জন, ফেল-৯, জিপিএ-৫ পেয়েছে ২১জন, একে আজাদ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৬৬জন, ফেল-৩, জিপিএ-৫ পেয়েছে ৩জন, জোয়ারিয়ানালা এইচএম সাচী স্কুলে পাশ করেছে ১৪৯জন, ফেল-২৩, জিপিএ-৫ পেয়েছে ৩জন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৫৫জন, অকৃতকার্য ১০জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৬৬জন, অকৃতকার্য- ৬জন। রামু খিজারী মডেল হাইস্কুলে পাশ করেছে ১৯১জন, অকৃতকার্য- ৪৬জন, জিপিএ-৫ পেয়েছে ৮জন, দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩৪জন, অকৃতকার্য ৫২জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, আল-ফুয়াদ একাডেমীতে পাশ করেছে ৯৭জন, অকৃতকার্য ২১জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৭৫জন, অকৃতকার্য- ৩৯জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন, চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশ করেছে ৫১জন, অকৃতকার্য- ১৫জন। গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৭৭জন, অকৃতকার্য ৪৪জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১১৮জন, অকৃতার্য ১২জন। সাক্ষ্যমুনি উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৭৩জন, অকৃতকার্য ২০জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, রশিদ আহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৩২০জন, অকৃতকার্য ৪৭জন, জিপিএ-৫ পেয়েছে ১১জন।

টেকনাফ উপজেলা: এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৬৭জন, অকৃতকার্য ৫জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, নয়াপাড়া আলহাজ্ব নবী হোসেন উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৮০জন, অকৃতকার্য- ৭জন। হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৭৭জন, ফেল ১৩, জিপিএ-৫ পেয়েছে ১জন, লম্বরী মলকা বানু উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৮১জন, অকৃতকার্য ১২জন। আলহাজ্ব আলী আছিয়া আলী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১১৩জন, অকৃতকার্য ১৯জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলে পাশ করেছে ৫১জন, জিপিএ-৫ পেয়েছে ৭জন, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২২৪জন, অকৃতকার্য- ৫২জন, জিপিএ-৫ পেয়েছে ২জন, সাবরাং উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩৫জন, ফেল-৪, জিপিএ-৫ পেয়েছে ৪জন, মারিশবনিয়া মডেল হাইস্কুলে পাশ করেছে ২৯জন, ফেল-৮জন। পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশ করেছে ১৭জন, ফেল-১৩। হ্নীলা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২০৪জন, অকৃতকার্য- ৩জন, জিপিএ-৫ পেয়েছে ১৬জন, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৫৭জন, ফেল ৩, জিপিএ-৫ পেয়েছে ৪জন, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের পাশ করেছে ১১৩জন, অকৃতকার্য- ২জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন। হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৭২জন, ফেল ৪, জিপিএ-৫ পেয়েছে ৩জন। কাঞ্জরপাড়া উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৯৬জন, ফেল ১৭, জিপিএ-৫ পেয়েছে ৫জন। নাইক্ষ্যংখালী জুনিয়র স্কুলে পাশ করেছে ৩৯জন, ফেল ১। লেদা জুনিয়র বিদ্যালয়ে পাশ করেছে ৭৩জন, অকৃতকার্য ৩জন, জিপিএ-৫ পেয়েছে ২জন।

কুতুবদিয়া উপজেলা: কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৩৫৪জন, অকৃতকার্য ৫৩জন, জিপিএ-৫ পেয়েছে ২৫জন, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ২১৯জন, অকৃতকার্য ৮৫জন, জিপিএ-৫ পেয়েছে ৬জন। কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩৬জন, অকৃতকার্য ১২জন, জিপিএ-৫ পেয়েছে ১২ জন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৩০জন, অকৃতকার্য- ১২জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন। কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুলে পাশ করেছে ৬৬জন, অকৃতকার্য-১৬জন। কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৯১জন, অকৃতকার্য ৭জন, জিপিএ-৫ পেয়েছে ১১জন, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ১৬৪জন, অকৃতকার্য ১৩জন, জিপিএ-৫ পেয়েছে ২জন। পশ্চিম ধুরুং উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৫২জন, অকৃতকার্য ৬, জিপিএ-৫ পেয়েছে ৪জন। সাতার উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাশ করেছে ৭৮, ফেল ১৯, জিপিএ-৫ পেয়েছে ২জন। উত্তরণ বিদ্যা নিকেতন পাশ করেছে ১০২, ফেল ৩৯জন।

জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৩০ ডিসেম্বর (শনিবার) সকালে একযোগে ঘোষিত ফলাফলে মোট ৪৪ হাজার ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৩ হাজার ১১৭ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫৬জন কৃতি শিক্ষার্থী। পাসের হার ৯৭.৮৬%। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, সদর উপজেলায় ৭ হাজার ৩৩৭জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৭ হাজার ১৩০জন শিক্ষার্থী। রামু উপজেলায় ৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ২২৯জন পরীক্ষার্থী। চকরিয়া উপজেলায় ৮ হাজার ৮৮৩জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৭৭৯জন পরীক্ষার্থী। পেকুয়া উপজেলায় ৪ হাজার ২০৩জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ১৮৭জন পরীক্ষার্থী। কুতুবদিয়া উপজেলায় ৩ হাজার ৩১৮জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ২০৭জন পরীক্ষার্থী। মহেশখালী উপজেলায় ৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৯৯০জন পরীক্ষার্থী। উখিয়া উপজেলায় ৪ হাজার ৬৪০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৫২৮জন পরীক্ষার্থী। টেকনাফ উপজেলায় ৪ হাজার ২২৯জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ১৯৯জন পরীক্ষার্থী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন