কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

শহরের নুনিয়াছড়ার বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জেটির পার্শ্বে অবৈধ দখলে থাকা প্রায় ৫০ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত জমির মূল্য ৩ কোটি টাকা।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এসময় গুড়িয়ে দেয়া হয় টিনের সীমানা প্রাচীর। ঘটনাস্থল থেকে জসিম উদ্দিন নামে এক কেয়ারটেকারকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বিআইডব্লিউটিএ জেটি সংলগ্ন সরকারি ৫০ শতক খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। জমির দখল ছেড়ে দিতে তাকে অনেকবার জেলা প্রশাসন ও সদর ভূমি অফিস থেকে নোটিশ দেয়া হয়। কিন্তু সে তাতে কর্ণপাত না করে উল্টো জমির চারপাশে টিনের সীমানা প্রাচীর ও ‘জিয়া এন্ড হাসান’ ফিস সেন্টার নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। যার ফলে ওই স্থানে অস্থায়ীভাবে বসবাস করা কোস্ট গার্ডের সদস্যদের দুর্ভোগসহ নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই জেলা প্রশাসকের নির্দেশে খাস জমিটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে ভূমিদস্যুদের দখলে থাকা সকল খাস জমি উদ্ধার করা হবে। কাউকে সহজে ছাড় দেয়া হবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন