কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী লংগেস্ট ওয়াক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
 
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে দেশে ও বিশ্ব দরবারে আরও সুদৃঢ় ভাবে তুলে ধরার লক্ষে শুরু হয়েছে ৩ দিনব্যাপি “দি লংগেস্ট ওয়াক”। শনিবার সকাল সাড়ে ১০টায় সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে ফিতা কেটে এ হাঁটার কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রধান নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ নাছির উদ্দিন।
 
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি হোসেইন মোহাম্মদ রায়হান কাজেমি, বেজক্যাম্পের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন।
 
সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রম ১০০কিলোমিটার হেঁটে ২০ মার্চ টেকনাফের শাহপরির দ্বীপ পৌঁছাবেন। এতে ৩০জন অংশগ্রহনকারীর মধ্যে শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী মানুষ ও মুক্তিযোদ্ধারা রয়েছেন।
 
অংশগ্রহনকারীরা হাঁটার পথে সৈকতে ময়লা আবর্জনা পরিষ্কার করবেন। বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার ও আউটডোর এক্টিভিটি প্রতিষ্ঠান বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেডের আয়োজনে এ কার্যক্রমে সহযোগিতা করছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন