কক্সবাজারে তানভীরহত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের মেধাবী ছাত্র জেলা ছাত্রদলের প্রশিক্ষণ সম্পাদক এইচএম তানভীর এর নৃশংস হত্যায় জড়িত খুনীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (৮ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ একে এম ফজলুল করিম চৌধুরী, কলেজ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, তানভীর প্রতিষ্ঠিত প্রতিভা কোচিং সেন্টারের আইসিটি শিক্ষক ফয়সাল তাওহিদ, প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ আবু হানিফা, কলেজের প্রাক্তন ছাত্র ওয়াইপিটি প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল উদ্দীন ও তানভীরের বড় ভাই ইবনে সিনাসহ অন্যান্যরা।

মানববন্ধনের বক্তারা বলেন, ‘তানভীর ছিলেন একজন মেধাবী ছাত্র এবং একজন ভদ্র ও অমায়িক ছেলে। এলাকার সবাইকে অনেক ভালোবাসতো সে। একজন সম্ভাবনাময়ী ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। তার শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়।’

অবিলম্বে তানভীরের হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেয়ার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন