কক্সবাজারে চলছে অবৈধ দখল উচ্ছেদ, ব্যর্থ হলে পদত্যাগের ঘোষণা ভারপ্রাপ্ত মেয়রের

DSC_0022 copy

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এ জলাবদ্ধতার মূল কারণ হল নালা নর্দমা দখল করে গড়ে তোলা অবৈধ  স্থাপনা।

তাই জলাবদ্ধতা নিরসনে বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার পক্ষ থেকে অবৈধ ভাবে নালা-নর্দমা দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। শহরের বার্মিজ মাকের্ট এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এ উচ্ছেদ অভিযান চলছে। যেখানে বাদ পড়ছেনা শহরের বড় বড় মার্কেট ও ভবনগুলো।

এসব অবৈধ স্থাপনা সরানোর জন্য দলবাজদের বার বার সময় দেওয়া হলেও কোন কাজ হচ্ছিল না। তাই বাধ্য হয়ে এ অভিযান। আর এ বিষয়টিকে চ্যালেঞ্চ হিসেবে নিয়েছে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।

তিনি ঘোষণা দিয়েছেন,  ৩০ মার্চের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নালা-নর্দমা দখল মুক্ত করতে না পারলে পদত্যাগ করবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন