কক্সবাজারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।

সভাপতির সূচনা বক্তব্যে জেলা প্রশাসক মো. আলী হোসেন মহান ভাষা আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পর্যটকদের ভ্রমণে যাতে বিঘ্নিত না হয় সেদিকে সংশ্লিষ্ট সকলকে নজর রাখার পরামর্শ দেন। ইউনিয়ন পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও খোঁজ-খবর নেন জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও সকলের প্রচেষ্টায় অনেকখানি এগিয়ে গেছি। এগুলো একবোরে নির্মূল করতে হলে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. আবদুর রহমান, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মককর্তা মোহাম্মদ মাহবুবউল করিম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলী, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিক, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাসরীন বেগম সেতু, একেএম লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট একেএম আহমদ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন