কক্সবাজারের ৭ উপজেলায় মনোনয়ন ফরম জমা দিলেন যারা

কক্সবাজার প্রতিনিধি:

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আগামী ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দেশের ১শ’ ২৭টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরিই ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারি কক্সবাজার জেলার ৭ উপজেলায় চেয়ারম্যান পদে ২৩জন মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলাগুলো মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, কক্সবাজার সদর, রামু, কুতুবদিয়া ও টেকনাফ। এ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।

কক্সবাজার সদর:

চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন-আওয়ামী লীগের মনোনিত জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল ও সেলিম আকবর।

ভাইস চেয়ারম্যান পদে আমজাদ হোছন ছোটন, কাজী রাসেল আহমেদ, রশিদ মিয়া, মোর্শেদ হোসাইন তানিম, মো. আবদুর রহমান ও কাইয়ুম উদ্দিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেলেনাজ তাহেরা, হামিদা তাহের ও আয়েশা সিরাজ।

উখিয়া:

উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা পেতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১২ জন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরীর কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তারা।

মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনছুর চৌধুরী ও সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী।

ভাইস চেয়ারম্যান পদে উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল হুদা, অ্যাডভোকেট রাসেল, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মেম্বার, শাহজাহান সেজান ও জাহাঙ্গীর আলম ও এড. অনিল কান্তি বড়ুয়া। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহীনা আক্তার ও কামরুন্নেছা বেবী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

টেকনাফ:

টেকনাফে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।

টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, স্বতন্ত্রভাবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, মোহাম্মদ ইসমাইল ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, হাফেজ নুরুল হক, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, মৌলানা ফেরদৌস আহমদ জমিরী, দেলোয়ার হোছন বিজয়, নজরুল ইসলাম ও ফরিদুল আলমসহ ৮জন, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সাবেক ভাইস-চেয়ারম্যান মিছবাহার ইউছুপ, পৌর কাউন্সিলর কোহিনুর আক্তার, নাজমা আলম, মনোয়ারা পারভীন ও সনজিদা বেগমসহ ৬জন স্বশরীরে রিটার্নিং কর্মকর্তার অফিসে হাজির হয়ে মনোনয়নপত্র জমা দেন।

পেকুয়া:

আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে লড়তে ২৬ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান পদের জন্য ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কাসেম, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগ নেতা এস এম গিয়াস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আবুল শামা শামীম ও সাবেক ছাত্রলীগ নেতা আমির আশরাফ চৌধুরী রুবেল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ফরায়েজী, সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন বাদশাহ, আওয়ামী লীগ নেতা মাস্টার নুর মোহাম্মদ, প্রবাসী মেহের আলী, জাতীয় পার্টি নেতা সাজ্জাদুল ইসলাম, ছাত্রলীগ নেতা কায়সার উদ্দিন, আজিজুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ নেত্রী উম্মে কুলসুম মিনু, সাবেক ভাইস চেয়ারম্যান নাজনীন ফারজানা লাভলী, মগনামার সাবেক এমইউপি হাছিনা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মহেশখালী:

আসন্ন মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ২৬ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হোছাইন ইব্রাহীম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম ও এরফান উল্লাহ।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম (সাবেক চেয়ারম্যান), জাফর আলম, যুবনেতা মাহাবুল আলম, সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন, কৃষকলীগ নেতা আবু ছালেহ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ কামাল ও মোহাম্মদ শরীফ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কালারমারছড়া ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মিনুয়ারা বেগম, শাপলাপুর ইউনিয়নের মহিলা মেম্বার মনোয়ারা বেগম।

আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জুলকার নাঈম।

কুতুবদিয়া:

কুতুবদিয়া উপজেলা নির্বাচনে ১৩প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিনে জমা দিয়েছেন ৭প্রার্থী। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মনোয়নপত্র জমাদানের সর্বশেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়ের কাছে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন বলে নির্বাচন অফিস জানায়।

এরা হলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও জেলা পরিষদ সদস্য সাবেক উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার আহমদ উল্লাহর পুত্র আজিজুল হক।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, আকবর খাঁন ও ফরিদ উদ্দিন তালুকদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মহিলা আ’লীগের সভানেত্রী সৈয়দা মেহেরুননেছা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার।

উপজেলা নির্বাচন অফিসার জামশেদুল ইসলাম সিকদার জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমাদানের শেষ দিনে খোরশেদ আলম কুতুবী, শাকের উল্লাহ, মনোয়ারুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে ৬জনের মধ্যে নাজমুল আহসান, সামসুল কাদের সিদ্দিকী, মো. শাহজাহান মনোনয়নপত্র জমা দেননি। ফলে ২ চেয়ারম্যান, ৩ ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হবে ২৮ ফেব্রুয়ারি।

রামু:

আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচনে ২৬ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা আ’লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, উপজেলা যুবলীগ নেতা বর্তমান চেয়ারম্যান রিয়াজুল আলম, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ সালাহ উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, আলী হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুসরাত জাহান মুন্নী, আফসানা জেসমিন পপি, মনোয়ারা ইসলাম নেভী ও ফরিদা ইয়াছমিন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজারের ৭ উপজেলায় মনোনয়ন ফরম জমা দিলেন যারা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন