এলজি সহ পানছড়িতে বিজিবির হাতে আটক-২

13020085_979807815448329_1639754455_n

স্টাফ রিপোর্টার:

জেলার পানছড়িতে ২০ বিজিবি’র অভিযানে একটি দেশীয় তৈরী সক্রিয় এলজিসহ দু’জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা ১ নং লোগাং ইউপির জগপাড়া গ্রামের মৃত বীরেন্দ্র চাকমার ছেলে রুপান্ত চাকমা (৩০)ও দুধুকছড়ি সূর্যচন্দ্র পাড়া গ্রামের মৃত প্রমথ চন্দ্র চাকমার ছেলে হেমন্ত চাকমা (৩২) বলে জানা যায়। তারা স্থানীয় একটি আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসী গ্রুপের সদস্য হিসাবে চাঁদাবাজির সাথে জড়িত ছিলো বলে জানা গেছে।

পানছড়ি ২০ বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকাল আনুমানিক ৫টার দিকে লোগাং বিজিবি ক্যাম্প অতিক্রম করার সময় সন্দেহজনকভাবে রুপান্ত চাকমাকে আটক করা হয়। লোগাং ক্যাম্পে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে নায়েব সুবেদার জুলফিকার আলীর নেতৃত্বে লেন্ডিয়াপাড়ার মনিপুর এলাকায় অভিযান চালাতে গেলে টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হেমন্ত চাকমাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কোমর হইতে দেশীয় তৈরী একটি সক্রিয় এলজি উদ্ধার করা হয়।

আটককৃতদের দেয়া তথ্যর ভিত্তিতে বিজিবি সদস্যরা সারারাত বিভিন্ন স্থানে অভিযান চালায়।

রবিবার আটককৃতদের পানছড়ি থানায় সোপর্দ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুর রহমান জানায়, এ ব্যাপারে ১৮৭৮ সালে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় অত্র থানায় একটি মামলা দায়ের হয়েছে। পানছড়ি থানার মামলা নং-০২ তারিখ ১৭/৪/২০১৬ইং।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আ: জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন