Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

এমপি কমল ও জাপা নেতা বাবলুর মনোনয়ন নিয়ে নাটকীয়তা

রামু প্রতিনিধি:

কদিন ধরে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চলছে নাটকীয়তা। কক্সবাজার-রামু ছাড়াও পুরো জেলাবাসী এ আসনে মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে ছিলো বেশ উৎসুক। জাপা নেতা জিয়া উদ্দিন বাবলুকে এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার খবরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনমনে ছড়িয়ে পড়ে ক্ষোভ।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রসাত্মক ও আবেগঘন স্টাটাস দিয়েছেন জেলার রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, প্রবাসী বাঙ্গালীসহ অনেকে। ফেসবুুকে সবচেয়ে বেশি আলোচিত ও রসাত্মক স্টাটাস নিয়ে বিশেষ প্রতিবেদন।

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার ব্যবসায়ি জাহাঙ্গীর আলম শামস্ লিখেছেন “মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন রাঙ্গুনিয়ার মেডিসিন কক্সবাজারে হজম হয়না, ইজ্জত বাঁচিয়েছেন কক্সবাজার আঃলীগের”।

দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক অধ্যাপক মইনুল হাসান পলাশ রবিবার রাতে লিখেছেন, “কক্সবাজার সদর আসনে মহাজোটের প্রার্থী কমলই থাকবেন। এরআগে, একটু নাটক হচ্ছে। নাটক করে দেখা হচ্ছে, যাচাই করা হচ্ছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের মাঝে তার গ্রহনযোগ্যতা কতটুকু”।

রামুর কাউয়ারখোপের এমদাদ নামের একজন লিখেছেন, “কক্সবাজার জেলাতে এমনিতেই ভরে আছে রোহিঙ্গায়, আর এক রোহিঙ্গার নেতৃত্ব আমরা মানিনা, মানুম না”।

কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ’র যুবলীগ নেতা, সংবাদকর্মী শাহিদ মোস্তফা এ আসনে জাপা নেতা বাবলুর মনোনয়ন দেয়ার খবরে ফেসবুকে লিখেছেন “ শেষ পর্যন্ত উনি সদর রামু’র রোড ঘাট না চেনার কারণে সরে দাঁড়াবে”। এ স্টাটাসে রামুর গর্জনিয়ার ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন স্বাধীন মন্তব্য করেছেন “ উনি গর্জনিয়া আসলে নাইক্ষ্যংছড়ি চলে যাবে”। মহেশখালীর সাংবাদিক ফরিদ দেওয়ান মন্তব্য করেছেন “রিক্সাওয়ালাদের বললে ফদনারডেইল জনসভার ময়দান দেখিয়ে দেবে।

দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ফরহাদ ইকবাল রবিবার রাতে লিখেছেন “কমল নমিনিশন নফা, খুশি অইয় নে। এহন সিল হড়ে মারিবা। শিল নিজর পুঁন্দত মার। আঁরা ত নৌকা ছাড়া শিল মাইরতাম ন”।

কমলের মনোনয়নপত্র পাওয়ার পর এক ফেসবুক স্টাটাসে রামুর তেমুহনী এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী সুহাস চক্রবর্তী লিখেছেন “ আজ দুঃখ ভুলার দিন, আজ মন হবে রঙিন, মাননীয় প্রধানমন্ত্রী রামু-কক্সবাজারের সবচেয়ে পরিশ্রমী নেতাকে নৌকা তুলে দিলেন, অভিনন্দন প্রিয় নেতা”।

কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক মোরশেদুর রহমান খোকন লিখেছেন “ ক তে কমল, ক তে কলাগাছ, ক তে কক্সবাজার—– ষড়যন্ত্রকারীরা কই,,?

রামুর গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ লিখেছেন “কমল ভাই এক টানা ৩ ম্যাচ এক্সট্রা টাইমে গোল করেছেন”।

উল্লেখ্য সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। সোমবার (২৬ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র সাইমুম সরওয়ার কমলের হাতে তুলে দেন দলের মনোনয়ন কমিটির নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন