একটি মহল সম্প্রীতি বিনষ্ট করার জন্য গুজব ছড়িয়ে বিভ্রান্ত করছে

18838511_1317755514998309_673175480_o copy

দীঘিনালা প্রতিনিধি:

একটি মহল সম্প্রীতি বিনষ্ট করার জন্য গুজব ছড়িয়ে পাহাড়ি-বাঙ্গালীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে। এখানকার মানুষ সুখে-শান্তিতে থাকুক তারা তা চায় না। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে মোক্ষম মাধ্যম হিসেবে ব্যবহার করছে।

রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ পিএসসি।

এসময় তিনি আরও বলেন, মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়নের খুনি এবং অগ্নিসংযোগকারী দুষ্কৃতিকারীদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।

এসময় কর্ণেল ফেরদৌস গুজবে কান না দিয়ে উপজেলার শান্তি সম্প্রীতি রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, নারী ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, অফিসার ইনচার্জ(ওসি) মো. সামসুদ্দীন ভুইয়া, বিআরডিবি চেয়ারম্যান আনন্দ মোহন চাকমা, ২ নম্বর বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন