উপজাতি দুঃস্থদের মাঝে মহালছড়ি জোনের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের উপজাতীয়  নুনছড়ি দুর্গম পাহাড়ি এলাকার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন।

শনিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় নুনছড়ি প্রকল্প সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে অত্র এলাকার প্রায় দু’শতাধিক বিভিন্ন ধরনের রোগীকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন ইমরান এর নেতৃত্বে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

আরএমও ক্যাপ্টেন ইমরান বলেন, সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি এসব এলাকায় জনসেবামূলক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এখন শীতকাল ঠান্ডাজনিত রোগের প্রভাব বেশি, তাই এসব রোগীর কথা চিন্তা করে, জোন অধিনায়কের নির্দেশে এ দুর্গম এলাকায় এসে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

তিনি আরও জানান, জোনের আওতাধীন চিকিৎসা বঞ্চিত দুর্গম এলাকাগুলোতে মেডিকেল ক্যাম্পেইন বসিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন