উপজাতি কোটার পরিবর্তে বৈষম্যহীন পার্বত্য কোটার দাবিতে ছাত্র পরিষদের লাগাতার কর্মসূচি


প্রেস বিজ্ঞপ্তি:
উপজাতি কোটার পরিবর্তে বৈষম্যহীন পার্বত্য কোটা চালুর দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ (পিবিসিপি) মাসব্যাপী লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের ঢাকাস্থ অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার (২৫ মার্চ) অনুষ্ঠিত এক জরুরি সভা থেকে বৈষম্যহীন পার্বত্য কোটা চালুর দাবিতে তিন পার্বত্য জেলাসহ সংগঠনের সকল শাখায় গণসংযোগ, মানব বন্ধন, কালো ব্যাচ ধারণ, বিক্ষোভ সমাবেশসহ আগামী মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ওমর ফারুক সুজন।

পিবিসিপি’র প্রধান উপদেষ্টা ইঞ্জি. আলকাছ আল আমুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত কর্মসূচিতে রয়েছে-

১) ২৭ মার্চ ২০১৮, তিন পার্বত্য জেলা সহ-সকল শাখায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

২) ২৯ মার্চ ২০১৮, তিন পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ অনুষ্ঠিত হবে।

৩) ৩১ মার্চ ২০১৮, তিন পার্বত্য জেলা সহ-সকল শাখায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

৪) ১ এপ্রিল ২০১৮, তিন পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাচ ধারণ করা হবে।

৫) ৪ এপ্রিল ২০১৮, তিন পার্বত্য জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী ছাত্র ধর্মঘট পালন করা হবে।

৬) ৮ এপ্রিল ২০১৮, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ।

৭) ১৫ এপ্রিল ২০১৮, উল্লেখিত দাবী সরকার মেনে না নিলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে।

রবিবারের সভায় আরো উপস্থিত ছিলেন, পিবিসিপি’র ছাত্র বিষয়ক সমন্বয়ক মো. আব্দুল হামিদ রানা, উপদেষ্টা শেখ আহম্মেদ রাজু ও পিবিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহাদাৎ ফরাজী সাকিব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন