উন্নত জাতি গঠনে পড়ালেখার পাশাপাশি নৈতিক ও সৃজনশীল শিক্ষাকে গুরুত্ব দিতে হবে

রামু প্রতিনিধি:

রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল মনসুর বলেছেন, উন্নত ও কাঙ্খিত জাতি গঠনের জন্য পড়ালেখার পাশাপাশি নৈতিক ও সৃজনশীল শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। কেবল পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে না।

তিনি বলেন, দেশের সর্বত্র শিক্ষার নামে নৈরাজ্য চলছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা ব্যবস্থা থাকার পরও অভিভাবকরা কেজি স্কুলসহ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানমুখি হচ্ছে। কেজি স্কুলগুলোতে শিশুদের শিক্ষা দেয়া হচ্ছে গিলে খাওয়ার মত, যেখানে বদহজম হওয়ার সম্ভাবনা আছে। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে চিবিয়ে খাওয়ার মত করে শিক্ষা দেয়া হচ্ছে। যা সঠিক শিক্ষা লাভে সহায়ক। অতীতে দেশে কেজি স্কুলের মত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছড়াছড়ি ছিলো না। শিক্ষকরাও ছিলো অষ্টশ শ্রেণি, এসএসসি বা এইচএসসি পাস। এখন শিক্ষকরা অনেক উচ্চ ডিগ্রিধারী হলেও মানসম্মত শিক্ষা মিলছে না। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে।

এডভোকেট আবুল মনসুর বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে রামুর ঐতিহ্যবাহি কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বনভোজন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম। সহকারী শিক্ষক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রিয়তোষ চক্রবর্তী পিন্টু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আকতার জাহান, সদস্য রোকসানা মমতাজ, আকতার কামাল, আবদুর রহিম, ইউপি সদস্যা সাবেকুন্নার, কক্সবাজার হাভার্ড কলেজের শিক্ষক আসমাউল হোসনা রেশমা, শিক্ষানুরাগী আকতার জাহান ঝিনু, সাংবাদিক সোয়েব সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সহকারী শিক্ষক তাজু উদ্দিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দনা রানী পাল, ইলা বড়–য়া, বর্ণা বড়–য়া, সাইমুন আরা, মেঘনা রানী শর্মা, আনোয়ারা বেগম, অফিস সহকারী জসিম উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, অভিভাবক, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন