উখিয়ায় হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির  চাল বিতরণ শুরু

pic-ukhiya-28-10-2016-copy

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলার উখিয়ায় অতি দরিদ্রদের জন্য খাদ্য বান্দব কর্মসূচী ১০ টাকা মূল্যের চাল বিতরণ শুরু হয়েছে। শুক্রবার চাল বিরতণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।

এদিকে সকাল ৯টায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নে অনুরূপ ভাবে আনুষ্ঠানিক ভাবে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন উখিয়া উপজেলা বিআরডিবি অফিসার মোস্তফা  তালুকদার, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে দক্ষিণ পাইন্যাশিয়া রাস্তার মাথায় অনুষ্ঠিত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেম্বার শামসুল আলম, ডিলার জমির আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম বাবুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান ও গণমাধ্যমের কর্মীগণ।

এদিকে হলদিয়াপলং ইউনিয়নে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের ও ইউনিয়ন পরিষদের মেম্বারগণ।

উপজেলা নির্বাহী অফিসার জানান, খাদ্য বান্দব কর্মসূচির আওতায় ৫টি ইউনিয়নে ১০ হাজার ৩শত ২৯জন হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হবে। প্রতি পরিবারকে ৩০ কেজি করে ৬ মাস এ চাল বিতরণ অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন