উখিয়ায় বসতবাড়ীতে হামলা লুটপাট নারীসহ আহত ৬ 

ঘুমধুম প্রতিনিধি:

উখিয়ার লম্বাঘোনা এলাকায় একটি বসতবাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করে নগদ টাকা, স্বর্নালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করেছে দুর্বৃত্তরা। এসময় তারা ঘরের ২টি দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ব্যাপক ভাংচুর ও তচনছ করে। এতে নারীসহ ৬ জন আহত হয়েছে।

ঘটনার পরপরই খবর পেয়ে উখিয়া থানা পুলিশের এসআই এরশাদুল্লাহ ফোর্সসহ ঘটনাস্থলে পৌছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

২ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলা সদর রাজাপালং ইউনিয়নের লম্বাঘোনা গ্রামের ছৈয়দ হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে ৬ জন নারী পুরুষ আহত হয়েছে। আহত ছৈয়দ হোসেনের স্ত্রী সায়মা আক্তার (২৫), মো. সাদেক (২৪), রিনা আকতার (৪০), মো. ইসলাম (২৬), সাবেকুর নাহার (২৫), মো. সেলিম (৩৫) ও আরেফা বেগম (২২) কে উখিয়া ও কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ ছৈয়দ হোসেন জানান, দরগাহবিল গ্রামের মো. হোসেনের ছেলে জাফর আলমসহ ১০-১২ জনের দুর্বৃত্ত বসতবাড়ীতে হামলা চালিয়ে মারধরের পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানিও করে।

এ ঘটনায় ছৈয়দ হোসেন, মঙ্গলবার উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার এসআই এরশাদুল্লাহ সরজমিন পরিদর্শন করেন।

রাতের অন্ধকারে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন