উখিয়ায় প্রবাসীর জায়গা জবর দখলের পাঁয়তারা

Pic Ukhiya 26-01-2017

উখিয়া প্রতিনিধি:

উখিয়ায় বিদেশ প্রবাসীর জমি জবর দখল করতে হয়রানী মূলক মিথ্যা মামলা দিয়ে নিরীহ ব্যক্তিদেরকে দমন পীড়নের অভিযোগ উঠেছে।  আদালতে একাধিক মামলা বিচারধীন থাকার পরেও ক্ষমতাধর ব্যক্তিদের ইন্ধনে প্রবাসী দিদারুল আলমের জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী চক্র।

এ ব্যাপারে ১৪৪ ধারা চেয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।  মামলা নং- এম.আর. ৬৪/২০১৭ইং। আদালত বিরোধীয় জায়গায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উখিয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। যার স্মারক নং- ১২৩, তারিখ- ২৪/০১/২০১৭ইং।

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং গ্রামের মৃত হাজী আব্দুর রহিমের পুত্র বিদেশ প্রবাসী দিদারুল আলম  ২৯/০৬/২০১০ স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান হতে ৫৪ শতক জমি ক্রয় করে। যার রেজি: কবলা নং- ১৮১৫। উখিয়া ভূমি অফিস হতে সৃজিত বিএস খতিয়ান লিপিবদ্ধ হয়। যার নং- ১৬০১। দীর্ঘ ২৮ বছর যাবৎ ওই জায়গায় বসত ভিটা তৈরি, বিভিন্ন ফলজ, বনজ গাছ রোপন ও পুকুরে মাছ চাষ সহ ভোগদখল করে আসছে।

মামলার বাদী আম-মোক্তার, ফজলুল কবির, অভিযোগ করে বলেন, বিবাদী জবর মুল্লুকের পুত্র আজিজুল হক, নজির আহমদ ও মাহমুদুল হক বেশ কয়েকদিন ধরে প্রবাসী দিদারুল আলমের ভোগদখলীয় জায়গা জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছে।

এদিকে আবছার কবির সাংবাদিকদের বলেন, আমার ভগ্নিপতি দিদারুল আলম বর্তমানে কানাডা অবস্থান করার সুযোগে ক্ষমতাশালী মহলের সহযোগিতায় ওই জমি জোরপূর্বক জবর দখল করতে  সাজানো ঘটনা সাজিয়ে আমাদের রিরুদ্ধে হয়রানীমূলক একের পর এক মিথ্যা মামলা দিয়ে দমন পীড়ন চালাচ্ছে।

খোঁজখবর নিয়ে জানা যায়, ওই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে গেল সপ্তাহে উখিয়া থানায় দু’দফা বৈঠক বসেছিল। বৈঠকে উভয় পক্ষ বক্তব্য ও যুক্তি উপস্থাপন শেষে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের শান্তিশৃংখলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার জন্য বলা হয় বলেও বৈঠকে উপস্থিত দায়িত্বশীল ব্যক্তি নিশ্চিত করেছেন।

এদিকে উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের এক তদন্ত প্রতিবেদনে বর্তমানে ওই জায়গাটি কানাডা প্রবাসী দিদারুল আলম ভোগদখলে আছে মর্মে জেলা পুলিশ সুপারের নিকট লিখিত ভাবে অবহিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন