উখিয়ার সোনার পাড়া বাজারে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার সোনারপাড়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। ইজারাদারকর্তৃক বাজারে উৎপাদিত পণ্য বিক্রি করতে আসা ক্রেতা বিক্রেতার কাছ থেকে ইজারাদার জোরপূর্বক অতিরিক্ত টোল আদায়ের ঘটনা নিয়ে সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী বলেন, স্থানীয় পণ্য ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে মাত্রা অতিরিক্ত টোল আদায় করছে এমন অভিযোগ তার কাছে এসেছে বলে তিনি জানান।

স্থানীয় জনগণের অভিযোগের বিষয়টি তিনি গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিনকে অবহিত করেছেন বলে জানান। জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনয়িনের বড় বাজার সোনার পাড়া বাজার। উক্ত বাজারে প্রতি রোববার ও বুধবারে হাট বসে।

বাজার পরিচালনা কমিটির সদস্য মো. নেছার খলিফা ও পান বিক্রেতা তোফাইল আহমদ অভিযোগ করে বলেন, বাজার ইজারাদার প্রতিনিয়ত মনগড়া টোল আদায় করে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে। কেউ বেশি টোল দিতে অনিহা প্রকাশ করলে তাকে মারধরসহ করে বলে তারা জানান। এ মনকি বিক্রি করতে আসা পণ্য কেঁড়ে নেওয়া হয়। এই বাজার ইজারাদার হলেন ফরিদ ও ছোটন। টোল আদায়ের জন্য মূল্য তালিকা টাংঙানোর কথা থাকলেও ইজারাদার তা করেনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন