Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

উখিয়ার উত্তর পুকুরিয়া খালে ব্রিজের অভাবে ১৫ হাজার মানুষ পানিবন্দি

PIc Ukhiya 23-04-2017 copy

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার উত্তর পুকুরিয়া কাশিয়ার বিল খালে একটি ব্রিজের অভাবে ৫টি গ্রামের জনসাধারণ ও শত শত শিক্ষার্থী যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। দীর্ঘদিন ধরে ব্রিজ না থাকায় স্থানীয় ভাবে সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে কচিকাঁচা শিক্ষার্থীরা। স্থানীয় নাগরিক সমাজ সরজমিন পরিদর্শন করে খালের উপর একটি ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও জেলা নির্বাহী প্রকৌশলীর নিকট জোরদাবি জানিয়েছেন।

উপজেলার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পুকুরিয়া, কাশিয়ার বিল, দক্ষিণ পুকুরিয়া, আলী মোড়া, গয়াল মারাসহ ৫টি গ্রামে ১৫ হাজারের অধিক লোকজন বসবাস করছে। এছাড়াও শত শত শিক্ষার্থী কলেজ, স্কুল ও মাদ্রাসায় অধ্যায়নরত রয়েছে। বর্ষার মৌসুমে অতিবর্ষন ও পাহাড়ি ঢলে ওই গ্রামের

স্থানীয় মুরব্বী হাজী নুরুল আলম জানান, কাশিয়ার বিল খালের উপর ব্রিজ না থাকায় প্রতিদিন উপজেলা সদরের সাথে যাতায়াত করতে সীমাহীন কষ্ট হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক রিদুয়ান বলেন, কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কেজি স্কুলের শিক্ষার্থীরা সাঁকোর উপর দিয়ে পারাপার করে কোন রকম যাতায়াত করছে। খালের উপর ব্রিজ না থাকায় বিশেষ করে বর্ষার মৌসুমে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত এক প্রকার বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী হাজী ছৈয়দ আকবর, মোহাম্মদ হোছন, কাশেম মিয়া, জলিল আহমদ, মকবুল আহমদসহ অসংখ্য গ্রামবাসী হাজার হাজার জনগণের যাতায়াতের সুবিধার্থে উত্তর পুকুরিয়া খালের উপর ব্রিজ নির্মাণ এক মাত্র দাবিতে উপণীত হয়েছে। সচেতন নাগরিক সমাজের অভিমত জনগুরুত্বপূর্ণ বৃহত্তর এলাকার লোকজন ও শিক্ষার্থীদের স্বার্থে সরজমিন তদন্তপূর্বক অবিলম্বে খালের উপর একটি ব্রিজ নির্মাণ করার জন্য উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদিসহ ঊর্ধ্বতন কর্তৃকপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন