ঈদগাঁওতে আবারো সক্রিয় গরু চোর সিন্ডিকেট

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার সদরের ঈদগাঁওতে আবারো সক্রিয় হয়ে উঠেছে গরু চোর সিন্ডিকেট। সুযোগ বুঝে প্রতিদিন হানা দিচ্ছে গৃহস্থের গোয়াল ঘরে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও গরু চুরির ঘটনা শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীর মতে, সম্প্রতি ঈদগাঁও থেকে সাহসী কয়েকজন পুলিশ কর্মকর্তার বদলীর খবরে পুরনো গরু চোর সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এ পর্যন্ত কোনো চোরকে ধরতে না পারায় পুলিশের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। যদিওবা দুইবছর পুর্বে পাশ্ববর্তী চকরিয়া উপজেলার শীর্ষ গরু চোর ফরহাদ প্রকাশ ফরহাইদ্দা খুটাখালীতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মারা গেলে বন্ধ হয়ে গিয়েছিল গরু চুরি।

১১ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে ঈদগাঁও ৪নং ওয়ার্ডের চাঁন্দের ঘোনা এলাকায় চার গৃহস্থের গোয়াল ঘরে হানা দেয় চোরের দল। স্থানীয়রা জানায়, এসময় জকরিয়ার গোয়াল ঘর থেকে ৩ টি, আব্দুর রহমানের ২টি, মনজুরের ১টি, নুর মোহাম্মদের ১ টি মোট ৭ টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত গৃহস্থরা।

রাতের বেলায় পুলিশের টহল বাড়ানোর দাবী জানিয়েছে এলাকাবাসী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন