ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি তিন সংগঠনের ডাকে দীঘিনালায় আধাবেলা সড়ক অবরোধ চলছে

PCP-DYF-HWF Aborodh

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতা জহে চাকমা ও গণমিত্র চাকমা, যুব নেতা সুসময় চাকমাসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তি ও পাহাড়ি নেতাদের ধরপাকড় বন্ধের দাবীতে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন’র ডাকে দীঘিনালায় আধাবেলা অবরোধ চলছে। একই দাবীতে খাগড়াছড়ির পানছড়িতেও আধাবেলা অবরোধ পালন করছে ইউপিডএফ সমর্থিত পাহাড়ি এই তিন সংগঠন।

আজ বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধ পালনে সমর্থিতদের দেখা না গেলেও আভ্যন্তরীণ সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দীঘিনালা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি।

সরেজমিনে দীঘিনালা বাসটার্মিনাল, লারমা স্কয়ার এবং উপজেলা সদরে গিয়ে দেখা গেছে, অবরোধের কারণে উপজেল সদরসহ আশপাশের এলাকাগুলোতে ব্যাটারি চালিত ছোট-বড় কোন রিকশা কিংবা অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় লোকজন এবং স্কুল শিক্ষার্থীরা পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা গেছে।

এদিকে সড়ক অবরোধকে কেন্দ্র করে সবধরনের বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন লক্ষ্য করা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন