Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

আলুটিলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের সৎকারে জেলা প্রশাসকের আর্থিক অনুদান

16522912_739931116183774_1290841523_n copy

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির আলুটিলা পর্যটনের সামনে শুক্রবার সকাল ১০টায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পর্যটক ও মন্দিরে আসা লোকজনের উপর পাথর বোঝাই একটি ঘাতক ট্রাক উঠিয়ে দিলে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। পরে বিকেলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আরও একজন এ নিয়ে মৃতের সংখ্যা ৮জন। এছাড়া আরও অনেকেই গুরুতর আহত হয়েছে।

নিহতদের মধ্যে মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি হেডম্যান পাড়ার একই পরিবারে দুই জন সহ মোট ৫ জন নিহত হয় এবং দুই জন গুরুতর আহত হয়।

নিহত ৭ জনের মরদেহ শুক্রবার  বিকেল ৪ টার দিকে খাগড়াছড়ি মেডিকেল থেকে নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মরদেহ বিকাল পৌনে ৫টায় মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি হেডম্যান পাড়া পৌঁছালে নিহত স্বজনদের কান্নায় এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

ওই এলাকায় এখন চলছে শোকের মাতম। এদিকে মরদেহ পৌঁছার পরপরই খবর আসে গুরুতর আহত থাকা চাইলাপ্রু মারমার মেয়ে ববি মারমা (১৩) চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহতের মরদেহ শুক্রবার রাত ২টায় চোংড়াছড়ি হেডম্যান পাড়ায় পৌঁছালে আবারও কান্নার ঢল নেমে আসে এলাকায়।

এ নিয়ে একই পরিবারে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩ জন, এবং চোংড়াছড়ি হেডম্যান পাড়ার মোট নিহতের সংখ্যা ৬ জন।

নিহতরা হলেন, মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি হেডম্যান পাড়ার বাসিন্দা চাইলাপ্রু মারমার স্ত্রী নেইম্রা মারমা (৩৮), মেয়ে নুনুমং মারমা (৬) মেয়ে ববি মারমা (১৩), মমং মারমার মেয়ে মাটিং মারমা (৬),মং মারমার ছেলে উচানুং মারমা (১৫)এসএসসি পরিক্ষার্থী, মংক্রু মারমার ছেলে অংক্রইচিং মারমা (১৫)এসএসসি, পরিক্ষার্থী ।

এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকের তহবিল থেকে মরদেহ সৎকার করার জন্য প্রতি জনকে নগত ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান  করেন।

এসময় জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত থেকে আর্থিক আনুদান প্রদান করেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বাবু বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মাদ ইলিয়াস মিয়া,

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিস কাকলী খীসা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা  মো. মোশারফ হোসেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান বাবু রতন কুমার শীল সহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ।

এদিকে মরদেহ গুলো শনিবার বিকেল ৪টা নাগাদ সৎকার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন