আলীকদমে ১৮ দলীয় জোটের হরতাল পালিত

 

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবানের আলীকদম উপজেলায় ১৮ দলীয় জোটের ডাকা তিন দিনের হরতাল শেষ হয়েছে। হরতালে দুরপাল্লার গাড়ি চলাচল করেনি। তবে দোকাপাট সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলো খোলা ছিল। সোমবার সারাদিন মঙ্গল ও বুধবার একটার পর স্থানীয়ভাবে ব্যাটারীচালিত টমটম চলাচল করে। হরতালে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়। বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে রাস্তায় পিকেটিং করে। উপজেলার চৌমুহুনী, চৈক্ষ্যং রাস্তার মাথা ও রেপারপাড়িতে হরতালকারীরা পিকেটিং করেছে। আলীকদম-ফাঁসিয়াখালী সড়কে বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা ব্যারিকেড দেয়।

বিএনপির আহবায়ক মাশুক আহমদ, যুবদল আহ্বায়ক আবুল কালাম ও ছাত্রদল সভাপতি ইলিয়াছের নেতৃত্বে হরতালকারীরা রাস্তায় অবস্থান নেয়। হরতাল চলাকালে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দূরপাল্লা কোনো বাস চলাচল বন্ধ ছিল। দুপুর ২ টার পর উপজেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচলে শিথিল করে দেয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, হরতাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন