Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

আলীকদমে জেএসসি ও জেডিসিতে ৬৪৯ শিক্ষার্থীর অংশগ্রহণ

আলীকদম প্রতিনিধি:

আলীকদমে জেএসসি ও জেডিসি পরীক্ষা দুইটি কেন্দ্রে ৩টি ভ্যানুতে অনুষ্ঠিত হচ্ছে। জেএসসিতে মোট পরীক্ষার্থী ৫৭১জন। এর মধ্যে ছাত্র ২৫৭ ও ছাত্রী ২৯৪জন। অনুপস্থিত রয়েছে ২০জন। জেডিসিতে মোট পরীক্ষার্থী ৯৯জন। এরমধ্যে ছাত্র ২৪ ও ছাত্রী ৭৫জন। অনুপস্থিত রয়েছে ১জন। জেএসসির সহকারী কেন্দ্র সচিব করুণাশ্রী বড়ুয়া ও জেডিসির কেন্দ্র সচিব মোহাম্মদ হোসাইন এসব তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেএসসি ও জেডিসি মিলে আলীকদম উপজেলা থেকে ৬৭৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোপূর্বে রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে। এমরধ্যে ২১জন শিক্ষার্থী অনুপস্থিত থাকায় ৬৪৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এদিকে, অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে আলীকদম মৈত্রী হাইস্কুল থেকে ২জন পরীক্ষার্থীর প্রবেশপত্র না আসায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

এ ব্যাপারে প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, তাদের পাঠদান অনুমতি না থাকায় অন্য একটি স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করা হয়। স্কুল থেকে সব কাগজপত্র ঠিকভাবে পাঠানোর পরও বোর্ড থেকে এ দুই শিক্ষার্থীর প্রবেশ পত্র আসেনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন