Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

আলীকদমে অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

16558516_1532885480074713_1206047652_n

আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় সোমবার অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধকতা বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.কালাম।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এনএএএনডি প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম সরকারী শিক্ষক প্রশিক্ষক মহাবিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষক মো. আব্দুল খালেক ও মআস. শামসুদ্দীন শিশির।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএইচএন্ডএফপিও ডা. মাহতাব উদ্দিন।

কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ধর্মগুরু ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন