আলফা প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যু নিয়ে ধুম্রজাল

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমার-চীন সীমান্তে দুর্ঘটনায় নিহত হয়েছেন বিচ্ছিন্নতাবাদী নেতা আলফা(স্বাধীনতা) প্রধান পরেশ বড়ুয়া।

অসমের বিভিন্ন সংবাদ সংস্থা ও স্থানীয় পত্রিকার অনলাইন মাধ্যমগুলোতে এমন সংবাদ প্রচার করলেও এই নেতার মৃত্যুর বিষয়ে তার সংগঠনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।

উত্তর পূর্বাঞ্চলের একাধিক সংবাদ মাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে গোয়েন্দা সুত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদটি প্রকাশ করেছে।

পরেশ বড়ুয়ার মৃত্যুর সংবাদে ভারতে চঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে তার মৃত্যুর সংবাদের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, মিয়ানমার ও চীনের সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি এই জঙ্গি নেতা দুর্ঘটনার কবলে পড়ে। তারপর থেকেই গুরুতর অসুস্থ পরেশ বড়ুয়।

উল্লেখ্য, আলফা(স্বাধীনতা) সুপ্রিমো তথা জঙ্গিনেতা পরেশ বড়ুয়া দীর্ঘ সময় ধরেই চিনের রুইলি শহরে ঘটি তৈরি করে সেখান থেকে উত্তর মিয়ানমারে কানচিন প্রদেশে জঙ্গি শিবির পরিচালনা করছে। তার নেতৃত্বে তৈরি হয়েছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা আলফা।

পরে সংগঠনটির কিছু নেতা অস্ত্রত্যাগ করে আলোচনাপন্থী হিসেবে প্রকাশ পেলেও পরেশ বড়ুয়া সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে অসমকে স্বাধীন করার ঘোষণা দিয়ে নাশকতামূলক কাজ চালিয় যান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন