বিচ্ছিন্নতাবাদীদের এক ইঞ্চি জমিও ব্যবহার করতে দেব না: কক্সবাজারে স্বাষ্ট্রমন্ত্রী

????????????????????????????????????

কক্সবাজার প্রতিনিধি:

স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা এ ব্যপারে প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের দেশে কোন জঙ্গিকে আস্তনা গড়তে দেব না। এমনকি বিচ্ছিন্নতাবাদিদের এক ইঞ্চি জমি ও ব্যবহার করতে দেব না। আমরা তাদের কোন আশ্রয় প্রশ্রয় দেব না। শুক্রবার বেলা ১১ টায় কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দু রহমান বদি, আশেক উল্লাহ রফিক, মোহাম্মদ ইলিয়াছ, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মা. মাসুদ রেজওয়ান। পাসপোর্ট অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ভূইয়া, জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্বোধনকালে সরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের ভীন্নরূপ হচ্ছে জঙ্গিবাদ। আর জঙ্গিবাদদের উস্কানীদাতা ও সহযোগিতাকারীদের সমূলে উৎখাত করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন