Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

‘আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহার করে চাষাবাদে অধিক ফলন সম্ভব’

pic-ukhiya-22-11-2016-copy

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আকম. শাহরিয়ার বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নতুন নতুন উন্নত জাতের উদ্ভাবিত বীজ ব্যবহার করলে চাষাবাদে অধিক ফলনসহ কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। তিনি প্রশিক্ষণকে কাজে লাগিয়ে কৃষকদেরকে দক্ষতা অর্জন করে কম পরিশ্রমে ধান চাষ, সবজি চাষ, রোগ বালাই দমনে কীটনাশকের পরিবর্তে জৈবিক পদ্ধতি ব্যবহার, ধান চাষের সাথে মৎস্য চাষ, হাস মুরগী ও গবাদি পশু পালনের উপর তিনি গুরুত্বরোপ করেন।

মঙ্গলবার বিকেলে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি আইএফআইসি কৃষক মাঠ স্কুলের মাঠ দিবসে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন। সমন্বিত খামার ব্যবস্থাপনা কর্মসূচীর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম। জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষক মাঠ স্কুলের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা বীরেশ্বর রুদ্রের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবীদ ও সমাজসেবক আবুল কাশেম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে এসএম শাহজাহান, নাছির উদ্দিন, বদিউল আলম, প্রশিক্ষাণার্থী কাজল রেখা ও ফার্মা ফ্যাসিলেটর ফিরোজ প্রমূখ। অনুষ্ঠানে কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। সভার পূর্বে প্রধান অতিথি উপ-পরিচালক আকম. শাহরিয়া সহ উপস্থিত অন্যান্য অতিথিরা স্টল গুলো পরিদর্শন করেন। এসময় দু’শতাধীক স্থানীয় কৃষক-কৃষানীগণ উপস্থিত ছিলেন।

এদিকে কৃষক মাঠ স্কুলের উদ্যোগে গণসচেতনা বৃদ্ধি ও হাতে-কলমে শিক্ষা দেওয়ার জন্য প্রদর্শনীমূলক স্টল খোলা হয়। বিশেষ করে স্টলগুলোতে আধুনিক পদ্ধতিতে ধান চাষ, বিষমুক্ত সবজি চাষ, জৈবিক উপায়ে রোগ-বালাই দমন, সবুজ সার তৈরি ও সুষম গরুর খাদ্য তৈরির উপায়সমূহ প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন