আগামী নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে দেয়া হবেনা

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে উল্লেখ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, পিএসসি-জি বলেছেন, দেশের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই সেনাবাহিনী  সবসময় মানুষের পাশে ছিল। যেকোন দুর্যোগে নিজেদের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাসদস্যরা।

একাদশ সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের সকলের সহযোগিতা কামনা করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার বলেন, নির্বাচনে পাহাড়ের আঞ্চলিক দলগুলো বিগত দিনে যেভাবে একটি বিশেষ প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রভাবিত করতো আগামী নির্বাচনে তা করতে দেয়া হবেনা। সকলকে ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমূখর পরিবেশে নিজের ভোট নিজেকে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, কোন সমস্যা হলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সেনাবাহিনী অতীতের ন্যায় আপনাদের পাশে আছে।

সোমবার (১৯নভেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শান্তিচুক্তির স্বাড়ম্বরে ২১ বছর পুর্তি উদযাপনের ঘোষণা দিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার বলেন, ১৯৯৭ সালে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হয়েছিল বলেই আজ পাহাড়ে শান্তির পাশাপাশি উন্নয়নের ছোঁয়া লেগেছে। ব্যবসা-বানিজ্যে গতিশীলতা এসেছে, মানুষ অর্থনৈতিক ভাবে সচ্ছল হয়েছে। আগামী ২ ডিসেম্বর মাটিরাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হবে বলেও জানান তিনি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা জোন জোনাল স্টাফ অফিসার মেজর মাজহারুল ইসলাম ভূইয়া, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা থানার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউচুপ চৌধুরী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, মাটিরাঙ্গা ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামসহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন