আওয়ামী লীগ সরকার পাহাড়ের মানুষকে কখনো ভুল স্বপ্ন দেখাননি: পার্বত্য প্রতিমন্ত্রী

থানছি প্রতিনিধি:

আওয়ামী লীগ সরকার পাহাড়ের মানুষকে কখনো ভুল স্বপ্ন দেখাননি। যা দেখিয়েছে তা আজ বাস্তবায়নও করেছেন। যার ফল হিসেবে দূর্গম এই থানচি এলাকার প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ, কর্মস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্কুল-কলেজ নির্মাণ, রোগীদের সঠিক সেবা নিশ্চত করতে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।

শুক্রবার বান্দরবানের থানচি উপজেলাতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ৬৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে উদ্বোধনকালে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

বীর বাহাদুর বলেন, অওয়ামী লীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্য অঞ্চল আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। আওয়ামী লীগ সরকারের পার্বত্য অঞ্চলে এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এসময় বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের ১৫ লক্ষ টাকা ব্যয়ে করুনা শিশু সদন অনাথালয় ভবন ও  ৫০ লক্ষ টাকা ব্যয়ে আইল মারা পাড়া বৌদ্ধ বিহারের দ্বিতল ভবনের উদ্বোধন করেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলমের সভাতিত্বে এসময় উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, ৩৮ ব্যাটালিয়ানের জোনাল কমান্ডিং অফিসার  লে. কর্নেল হাবিবুর হোসেন পিএসসি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যা সা প্রু, ফিলিপ্স ত্রিপুরা, থোয়াইহ্লামং মারমা, থানচি উপজেলা চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন