আওয়ামী লীগ নেতাকে মামলা দিয়ে ফাসানোর অভিযোগ 

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার সীমান্তবর্তী ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ দীর্ঘ ১মাস ৬দিন কারাভোগের পর আইনী লড়াইয়ের মাধ্যমে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে দুরে সরিয়ে রাখার জন্য স্থানীয় কতিপয় ব্যাক্তি এবং রাজনৈতিক একটি মহল ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দিয়ে ফাসানো হয়েছে বলে অভিযোগ করেছে।

সোমবার(১৯মার্চ) দুপুর ১২টায় চকরিয়া পৌরশহরের একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে এসব কথা তুলে ধরেন আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ।

সংবাদ সম্মেলনে বলা হয়, জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন।

এলাকার সাধারণ মানুষ ও সমাজ সংস্কারের পরিবর্তনের কথা চিন্তা করে সেবার মানসিকতা নিয়ে বিদেশ ছেড়ে দেশের মাটিতে ফিরে আসেন।

মানুষের জন্য কল্যাণমুলক কাজ শুরু করি। ফাইতং ইউনিয়নে নিজ অর্থায়নে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করি। নিজ ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়ে পড়ি।

পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হই। তিনি আরোও বলেন, তার নেতৃতেই প্রাণচাঞ্চল্য ফিরে আসে ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগে। সৎ ও স্বচ্ছ রাজনীতির কারণে আস্থা অর্জন করেন বীর বাহাদুর এমপি’র।

ফাইতং আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে গতিশীলতা ফিরে আনতে তার ভুমিকা ছিল অত্যান্ত জোরদার।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন