Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

আইন-শৃঙ্খলা চোরাচালান জঙ্গিবাদ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা

Rowangchari pic 30.08

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবান জেলা প্রশাসন ও রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আইন-শৃঙ্খলা, চোরাচালান, জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল ১১ টার অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ম্যাজিষ্ট্রেট ও উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার বিভাগের মো: মুফিদুল আলম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অশান্তি ও নৈরাজ্যতা সৃষ্টি করার লক্ষে আইএস এর নামে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও নাশকতামূলক কাজ করতে চেষ্টা করে চলেছে। জনগণকে বিভ্রান্ত করছে সন্ত্রাসীরা। দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদের নির্মূল করতে এলাকার সচেতন মহলের ব্যক্তিদের প্রতি আইনের সহযোগীতা প্রদানেরও আহ্বান জানান। মূলত স্থানীয় জনপ্রতিনিধি ও চেয়ারম্যান, হেডম্যান, মেম্বার, কারবারী সুশীল সমাজের সচেতন ব্যক্তিরা চাইলে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ ও নাশকতাকারীদের নির্মূল করতে পারেন। এসমস্ত এন্যায়ের বিরুদ্ধে সকলে মিলে রুখে দাঁড়াতে হবে। অভিভাবক এবং শিক্ষকরা ছেলে-মেয়ে, ছাত্র-ছাত্রীদের প্রতি নজর দিয়ে রাখতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী নির্দেশে প্রত্যেকটি গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, ইউনিয়ন, জেলা ও উপজেলার মধ্যে সন্ত্রাস বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এলাকার জনগণের মধ্যে উদ্বুদ্ধ করে যে কোন সময় সন্ত্রাস ও চাঁদাবাজি কর্মকাণ্ড করতে দেখলে ততক্ষনাৎ থানায় বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়া জন্য পরামর্শে দেন। পাশাপাশি প্রত্যেক ইউনিয়নে গ্রাম পুলিশদের প্রতি মাসে থানায় হাজিরা দিতে হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কাজে সহায়তা প্রদানের জন্য ইউনিয়নে চেয়ারম্যানদের প্রতি নির্দেশ দেন তিনি।

এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: দাউদ হোসেন চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর প্রতিনিধি নেইতংবুইতিং বম, উপজেলা আ.লীগে সভানেত্রী অংম্রাচিং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি’র চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর আলী’র, রোয়াংছড়ি ক্যাম্পে কমান্ডিং অফিসারসহ স্থানীয় সংবাদকর্মী, ধর্মীয় নেতা, হেডম্যান,   সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন