লক্ষ্মীছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ ত্রিপুরা সন্ত্রাসী আটক

fhgh
লক্ষ্মীছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মেজর পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩জনকে আটক করার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাত ৯টার কিছু আগে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি দল মেজর পাড়া ব্রীজের পাশে অবস্থান নেয়। এসময় মানিকছড়ি থেকে ছেড়ে আসা সিএনজি তল্লাশি চালালে দেশে তৈরী এলজি, ৪ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়। আটকৃকতরা হলেন, আশুতোষ ত্রিপুরা(৩২), মংহলা ত্রিপুরা(৩৮) ও সুমন ত্রিপুরা(২২)। মাটিরাঙ্গা উপজেলায় তাদের বাড়ি বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

রিপোর্ট লেখার পূর্ব মুহুর্তে জানা গেছে, আটককৃতদের থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

স্থানীয় নিরাপত্তা বাহিনী সূত্র জানান, ‘কিছু দুস্কৃতিকারী লক্ষ্মীছড়িতে এসে অপরাধ সংগঠিত করার খবর ছিল আমাদের কাছে আসছে। এমন খবরের ভিত্তিতে লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে মেজর পাড়া ব্রিজের উপর আমরা সিএনজি তল্লাশি চালালে অস্ত্র ও গুলিসহ তিনজনকে পাওয়ায় তাদের আটক করেছি।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন