অপহৃত চার বাঙালি ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাঙ্গালী ছাত্র পরিষদ

অপহরণ

প্রেস বিজ্ঞপ্তি : রাঙ্গামাটি থেকে অপহৃত চার বাঙালি নির্মাণ শ্রমিককে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারের দাবিতে আল্টিমেটাম দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।নির্ধারিত সময়ের মধ্যে অহৃতরা উদ্ধার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আল্টিমেটামের কথা জানায় সংগঠনটি।

সংগঠনটির ঢাকা মহানগর শাখার সভাপতি শাহাদাৎ ফারাজি সাকিব স্বাক্ষরিত বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উপজাতি সন্ত্রাসী দ্বারা বাঙ্গালীদের অপহরণ, গুম, চাঁদাবাজি ইত্যাদি যেন পার্বত্য অঞ্চলের নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে!

গত ৮ ফেব্রুয়ারি ২০১৬ রাঙামাটি জেলার তিন জন নির্মাণ শ্রমিক আব্বাস, বড় মানিক ও ছোট মানিক এবং ৬ ফেব্রুয়ারি লংগদুর গাঁথাছড়া ইউনিয়নের মাইনীমুখ এলাকার অপহৃত আনোয়ার নামের আরও একজন বাঙালি উপজাতি সন্ত্রাসীদের দ্বারা অপহৃত হয়েছে।অপহরণের ৭(সাত) দিনের বেশি সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রশাসন অপহৃত ব্যাক্তিদের কোন রকম সন্ধান দিতে পারেনি।এমন কি এ ব্যাপারে প্রশাসনের তেমন কোন উল্লেখযোগ্য উদ্ধার প্রচেষ্টাও দৃশ্যমান হয়নি!

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর পক্ষ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত অপহৃত চার বাঙালিকে উদ্ধার সহ-অপহরণের সাথে জড়িত সকল উপজাতি সন্ত্রাসীদের গ্রেপ্তারের সাথে সাথে উপযুক্ত বিচারের জোরাল দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন