অনুপ চেটিয়া বাংলাদেশে গ্রেপ্তারের ১৮ বছর পর ভারতের হাতে

anup-chetia

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার প্রায় ১৮ বছর পর, ভারতের হাতে তুলে দেওয়া হলো আসামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা-র নেতা অনুপ চেটিয়াকে৷ বুধবার তাকে ভারতের সিবিআই-এর হাতে তুলে দেয় বাংলাদেশ৷

আপাতত এই জঙ্গি নেতাকে দিল্লিতে রেখেই জেরা করবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিবিআই৷ পরে অবশ্য তাকে তুলে দেওয়া হতে পারে আসাম পুলিসের হাতে, যেখানে খুন, ডাকাতি-সহ একাধিক মামলায় অভিযুক্ত অনুপ চেটিয়া৷

উলফা জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য এবং সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে শেষপর্যন্ত যে ভারতে ফিরিয়ে নিতে পারাকে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বড় সাফল্য বলে দেখা হচ্ছে৷ নব্বইয়ের দশকে আসামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সময় ঘটা একাধিক খুন, অপহরণ ও ভয় দেখিয়ে অর্থ জোগাড়ের মামলায় অনুপ চেটিয়ার সাক্ষ্য গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারবে বলে ভারতীয় গোয়েন্দাদের ধারণা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ভারতের অনুরোধ মেনে অনুপ চেটিয়ার হস্তান্তরের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন৷ যদিও দু’দেশের মধ্যে বহু বছর ধরে চলেছে এই হস্তান্তর সংক্রান্ত আলোচনা৷

শেষ পর্যায়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়তি উদ্যোগ নিয়েছিলেন বলে মন্ত্রকের খবর৷

১৯৯৭ সালের ২১শে ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার মহম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে জাল পাসপোর্ট-সমেত গ্রেপ্তার করা হয় অনুপ চেটিয়াকে৷ অবৈধভাবে বাংলাদেশে বাস করা, অবৈধভাবে সঙ্গে বিদেশি মুদ্রা এবং স্যাটেলাইট ফোন রাখার অপরাধে যথাক্রমে তিন, চার ও সাত বছরের কারাদণ্ড হয় তার৷ ২০১২ সাল থেকে অনুপ চেটিয়া বন্দি ছিলেন বাংলাদেশের কাশিমপুর জেলে৷ সেই সাজার মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ২৫শে ফেব্রুয়ারি৷ তবে তার পরেও জেলেই আটক ছিলেন অনুপ চেটিয়া, কারণ এর মধ্যে তিনবার, ২০০৫, ২০০৮ এবং ২০১১ সালে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে অনুপ চেটিয়া আবেদন করেছিলেন৷ বাংলাদেশের আদালতের নির্দেশ ছিল, বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নিরাপদ হেপাজতে রাখার৷ ইতিমধ্যে বারবারই অনুপকে ভারতে ফেরত পাঠানোর জন্য ঢাকার কাছে দরবার করছিল নতুন দিল্লি৷
অনুপ চেটিয়ার আসল নাম গোলাপ বড়ুয়া (বানানভেদে বরুয়া)৷ অনুপ চেটিয়া, সুনীল বড়ুয়া, আহমেদ, ভাইজান, ইত্যাদি একাধিক ছদ্মনামে পরিচিত তিনি৷ নব্বইয়ের দশকে আসামে উলফা জঙ্গিদের বিরুদ্ধে যখন সরকারি অভিযান জোরদার হয়েছে, তখন ফেরার হন অনুপ৷ ১৯৯১ সালে পুলিসের হাতে তিনি ধরাও পড়ে যান৷ কিন্তু আসামের তখনকার মুখ্যমন্ত্রী হিতেশ্বর সইকিয়া অনুপকে ছেড়ে দেন৷ তারপরই ভারত ছেড়ে পালান অনুপ চেটিয়া৷

বাংলাদেশ অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছে৷ এবার কি তাহলে নূর হোসেনকে ফিরে পাবে বাংলাদেশ? মতামত জানান নীচের মন্তব্যের ঘরে৷

সূত্র : ডয়েচেভেলে

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন