৬ষ্ঠ শ্রেণিতে পা দিলো মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন

01-01-2016_matiranga-banasree-news-pic-08

নিজস্ব প্রতিবেদক :

নতুন বছরের নতুন বই প্রদানের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু করলো মাটিরাঙ্গার আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান ‘মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতন’। ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষাকার্যক্রম শুরুর মধ্য দিয়ে এখানকার শিক্ষক-অভিভাবকদের দীর্ঘদিনের দাবী বাস্তবায়ন হতে যাচ্ছে বলে মনে করেন বনশ্রী বিদ্যা নিকেতন ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা।

রোববার সকালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনের শিক্ষার্থী সাদিয়া মজুমদার সুপ্তি‘র হাতে ৬ষ্ঠ শ্রেণির বই তুলে দিয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান। এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. শাহ আলম মিয়া, মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গার শিক্ষা সচেতন মানুষের চাহিদার কথা বিবেচনা করে গুনগত শিক্ষার প্রসারে এ উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও বনশ্রী বিদ্যা নিকেতন ব্যাবস্থাপনা কমিটির সভাপতি বিএম মশিউর রহমান বলেন, মাটিরাঙ্গায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভীড়ে গুনগত মানসম্পন্ন শিক্ষা প্রশ্নবিদ্ধ। সে পরিস্থিতি থেকে উত্তোরনের প্রথম ধাপ ৬ষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু। পর্যায়ক্রমে বনশ্রী বিদ্যা নিকেতনকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তর করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনের ২৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলে শতভাগ পাশসহ উপজেলার মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন নিয়ন্ত্রিত মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন। বিগত বছরের রেকর্ড বজায় রেখে এবছরও মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের ১৩জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন