৪ লাখ ৫৮ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে


কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলায় ৪ লাখ ৮৫ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জেলার আট উপজেলার ১৯৫১টি টিকাদান কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হয়।

৬-১১ মাসের শিশুকে নীল রং এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর যুগ্ম-সচিব আবদুল গফ্ফার খান এবং কক্সবাজার এর সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম কক্সবাজার জেলার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।

২৩ ডিসেম্বর’ শনিবার সকাল ৮ টায় কক্সবাজার সদর উপেজলার ঝিলংজা ইউনিয়ন এর জানারঘোনার মকবুল সওদাগর এর বাড়ী কেন্দ্রে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিক-উস ছালেহীন, সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজ, এমটি (ইপিআই) বাবুল আক্তার, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস, পরিবার কল্যাণ সহকারী-নীলুফা সুলতানা, স্বেচ্ছাসেবক-মুসলেম উদ্দিন, জিল্লুর রহমান ও রোজিনা আক্তার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন