Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

৩ মাসের মধ্যে দোহাজারি-কক্সবাজার-রামু হয়ে ঘুমধুম রেললাইন নির্মাণ কাজ শুরু হবে

রামু প্রতিনিধি:

রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে দোহাজারি হতে কক্সবাজার-রামু হয়ে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ শুরু হবে। যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ন্যায্য অর্থ শীঘ্রই হস্তান্তর করা হবে। ইতিমধ্যে অধিগ্রহণের জন্য বরাদ্দকৃত অর্থ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের উন্নত যোগাযোগ ব্যবস্থার লক্ষ্যে এখানে রেল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এখন বাস্তবায়ন হচ্ছে। তিনি কথা দিয়ে কথা রেখেছেন। আগামীতে কক্সবাজার এর ৪টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

মন্ত্রী শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার রামুর বাইপাস ফুটবল চত্বরে আয়োজিত পথ সভায় এসব কথা বলেন। মন্ত্রী রামুতে পৌঁছে প্রস্তাবিত দোহাজারি-কক্সবাজার রেল লাইন নির্মাণ প্রকল্পের আওতাধিন রামুতে এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে অনুষ্ঠিত পথসভায় মন্ত্রী আরো বলেন, রেল লাইন নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের আর্থিক, সামাজিক গূরুত্ব ও মর্যাদা বৃদ্ধি পাবে। এখানকার মানুষ স্বল্প খরচে, স্বল্প সময়ে উন্নত যাতায়াতের সুযোগ পাবে। কক্সবাজারে নির্মিত হবে ঝিনুক আদলের ১৫ হাজার বর্গফুটের দৃষ্টিনন্দন বিশাল স্টেশন।

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, দোহাজারি-কক্সবাজার রেল লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মুফিজুর রহমান।

রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলমের সঞ্চালনায় ও মৌলানা আশরাফুজ্জামানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সমাবেশে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলি, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ মাস্টার, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট মোজাফ্ফর আলম হেলালী প্রমূখ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন