Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

২ দিনে আরো ৯ ছিনতাইকারী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ সশস্ত্র ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গত ২ দিনে (২৯ ও ৩০ ডিসেম্বর) কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের বাস টার্মিনালস্থ ঝিলংজা কৃষি খামারের উত্তর পাশে নারিকেল বাগানে ৩০ ডিসেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে ৫টি ছোরা, ৪টি মুখোশ ও ৪টি লোহার রডসহ ৫জনকে গ্রেফতার করে এবং ২৯ ডিসেম্বর ভোর রাতে কলাতলী, সুগন্ধা মোড়, আলীর জাহাল এলাকায় অভিযান চালিয়ে ধারালো ছোরাসহ ৪জনকে গ্রেফতার করা হয়।

৩০ ডিসেম্বর ভোর রাতে গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার পৌরসভার স্টেডিয়াম পাড়ার মৃত মৌলানা মোস্তাফিজুর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), বৈদ্যঘোনা এলাকার মৃত আ. সালাম এর ছেলে মো. সেলিম (২৮), কলাতলী আদর্শ গ্রাম এলাকার মৃত দিল মোহাম্মদ এর ছেলে মো. জাবেদ, উত্তর ফাঁসিয়াখালী, ইসলামাবাদ এলাকার মো. আলম এর ছেলে মো. ইব্রাহীম (২০), নতুন মহাল চৌফলদণ্ডী এলাকার আ. ছবির এর ছেলে মো. নুরুল হক।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন), ইন্সপেক্টর আতিকুর রহমান, এসআই দেবব্রত রায়, এসআই আক্তারুজ্জামান, এসআই দীপক কুমার সিংহ, এএসআই মহিউদ্দিন বেগ, এএসআই মো. রাশেদ, এএসআই ফরহাদ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার বাস টার্মিনালস্থ ঝিলংজা কৃষি খামারের উত্তর পাশে নারিকেল বাগানে ডাকাতি প্রস্তুতি কালে ৩০ ডিসেম্বর ভোর রাতে অস্ত্র-শস্ত্রসহ উল্লেখিত ডাকাতদের গ্রেফতার করা হয়।

এছাড়া গত ২৯ ডিসেম্বর পৃথক অভিযানে পেশকার পাড়ার আবদুল মোনাফ সওদাগর এর ছেলে আলী আজগর, চৌফলদণ্ডী, দক্ষিণ মাইজ পাড়া এলাকার মোজাহের আহম্মদ এর ছেলে নুরুল হুদা (লুদা মিয়া), মধ্যম নাপিতখালী এলাকার মনজুর আলম এর ছেলে মো. রুবেল এবং দিল মোহাম্মদ এর ছেলে মো. জুবায়েরকে গ্রেফতার করা হয়। এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন