parbattanews bangladesh

১০ সহযোগী ও ইয়াবাসহ কুখ্যাত মাদকচক্রের প্রধান আসলাম কক্সবাজারে আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার:
রাজশাহী থেকে কক্সবাজারে মিউজিক ভিডিওর শুটিং করতে এসে র‌্যাবের হাতে ধরা পড়েছেন কুখ্যাত মাদকচক্রের প্রধান আসলাম সরকার (৪০)।

এ সময় ১ লাখ ৮ হাজার পিস ইয়াবাসহ আসলাম সরকারের গাড়িচালক মাসুদ রানা (৩২) ও শুটিং টিমের অন্য ৮ সদস্যকেও আটক করেছে র‌্যাব।

বুধবার (২৩ মে) সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলি থেকে তাদের আটক করা হয়। আটক আসলাম সরকার রাজশাহীভিত্তিক একটি কুখ্যাত মাদকচক্রের প্রধান বলে জানা গেছে। র‌্যাব তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করেছে।

র‌্যাব-৭ কক্সবাজারস্থ কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।