Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

হোটেল-মোটেল জোন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানা

কক্সবাজার প্রতিনিধি:

পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন হোটেলকে জরিমানা ও সাজা দেয়া হয়েছে।

শুক্রবার(১৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

সাইফুল ইসলাম জয় বলেন-বাংলা নববর্ষ উপলক্ষে কক্সবাজারে সমাগম হয়েছে লক্ষাধিক পর্যটক। তাই পর্যটকদের নিরাপত্তা বিধানে সী-বিচে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। হোটেল মোটেল জোনে হোটেল শাকিরা বে রিসোর্ট, সি-কিং, বে-মেরিনা, সিলিকন বে-রিসোর্ট, ডাইনামিক এস এএইচ রিসোর্ট, হিল টাওয়ার এ ডিলিং লাইসেন্স না থাকায় ৩০,০০০ টাকা জরিমানা এবং সী-বিচে পর্যটকদের হয়রানির অভিযোগে একজন কে এক মাসের জেল প্রদান করা হয়।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন-তানভীর আহমেদ ও জয়নাল আবেদীন, জেলা প্রশাসনের পেশকার ও ১৫ আনসার ব্যাটেলিয়ন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন