parbattanews bangladesh

হিরো আলম এবার বলিউডে

পার্বত্যনিউজ ডেস্ক:

প্রথমে মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেন আশরাফুল আলম অরফে হিরো আলম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এরইমধ্যে ‘মার ছক্কা’ নামের একটি ছবিতেও কাজ করেন তিনি। তবে এবার সরাসরি বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি।

তিনি বলেন, এটা গুজব না, সত্যি আমি বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছি। ছবির নাম ‘বিজু দ্য হিরো’। আমাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেবার পাশাপাশি চুক্তিবদ্ধও করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে ছবির পুরো চিত্রায়ণ হবে ভারতের রাঁচি শহরে। ছবিটি পরিচালনা করবেন প্রভাত কুমার। ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তি বলিউডের একটি ছবিতে অন্যতম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম।

ছবির পরিচালক প্রভাত কুমার হিরো আলম সম্পর্কে জানান, আমরা এমন একটি ছবি করতে যাচ্ছি যেখানে হিরো আলমের মতোই হালকা পাতলা ধরনের একজন অভিনেতা দরকার ছিল। পুরো ছবিটার গল্প আবর্তিত হবে তাকে কেন্দ্র করে। এই ছবিতে একজন বলিউড অভিনেত্রী অভিনয় করবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে আমরা খুঁজে পেয়েছি। ঢাকায় এসে বড় অনুষ্ঠান করে সকলকে জানানোর কথাও জানান পরিচালক প্রভাত কুমার।