parbattanews bangladesh

সার্কেল চিফের সনদপ্রথা বাতিলের দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি: সার্কেল চিফের (রাজার) সনদপ্রথা বাতিল ও উপজাতিদের আদিবাসী স্বিকৃতি আদায়ের অপচেষ্টার প্রতিবাদে রোববার (১২ আগস্ট) সকাল ১০টায় পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা স্বমন্বয়ক মিজানুর রহমান।প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক পরিষদের জেলা সভাপতি মু. আতিকুর রহমান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি কামরান ফারুক, এইচ এম সম্রাট, হোসনে মোবারক, ফরহাদুল ইসলাম জুয়েল প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।