parbattanews bangladesh

সাঙ্গু নদীতে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ

 

থানচি প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে ডুবে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছে। সোমবার(১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় নারিকেল পাড়াস্থল ডুকলোক ঝিরিতে সেতু নির্মাণ কাজের শ্রমিক দিন শেষে সাঁতার কেটে যাওয়ার সময় নদীতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তি মো. বেলাল হোসেন (১৮) পিতা আবুল হোসেন চকরিয়া উপজেলা খুটা খালী ইউনিয়নের বাসিন্দা।

ঠিকাদার সংস্থা ম্যানেজার সরোয়ার হোসেন জানান, সোমবার কাজ শেষে মো. বেলাল হোসেন (১৮), মো. মিজান (১৮), নজরুল ইসলাম (২০), মো. বিল্লাল (১৫) সহ ১০/১২জন শ্রমিক সাঙ্গু নদীর ঘাটে এপার ওপার সাঁতার কাটার সময় ৬জন শ্রমিক থেকে একজন নিখোঁজ হয়।

সংশ্লিষ্টরা আরও জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থায়নে অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থাপনা খাতে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে চলতি অর্থ বছরে থানচি সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডে যোগাযোগ স্থাপনে ডুকলোক ঝিরিতে একটি সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে ।

থানচি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর সাত্তার ভূঞা এ বিষয়ে অবগত নন বলে সাংবাদিকদের জানান।