সাগরে ডাকাতের হামলায় কুতুবদিয়ার ৪ জেলে গুলিবিদ্ধ


কুতুবদিয়া প্রতিনিধি:

সাগরে ডাকাতের হামলায় গুলিবিদ্ধ হয়েছে কুতুবদিয়ার ৪ জেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।

প্রত্যক্ষদর্শী জেলে মো.আলী জানান, উপজেলার উত্তর ধুরুং এলাকার জনৈক রিদওয়ানের মালিকানাধীন আল্লাহর দান নামক ফিশিং বোটে ১৬ জন মাঝি-মাল্লা নিয়ে গত বৃহস্পতিবার সাগরে মাছ ধরতে যায়। শনিবার (১ সেপ্টেম্বর) বিকালে ৮-১০ জনের একটি জলদস্যু দল তাদেরকে ধাওয়া করে। এসময় ডাকাতদল ফিশিংবোটে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে।

গুলিতে উত্তর ধুরুং কালার মার পাড়ার মোহাম্মদ আলী(৩৫), পূর্ব মসজিদ পাড়ার শফিউল্লাহ (৪২),চাঁটি পাড়ার মো. আব্বাছ (২৫) ও দক্ষিণ ধূরুং আলী ফকির ডেইল গ্রামের কামাল হোসেন (২৫) আহত হন। সাগর থেকে ফিরে ওই দিন রাতেই তাদের হাসপতালে ভর্তি করা হয়।

থাানার এসআই জয়নাল আবেদীন জানান, সাগরে গুলিবিদ্ধ কুতুবদিয়ার ৪ জেলেকে দেখতে হাসপাতালে গিয়েছেন। বোট মালিক এ ব্যাপারে মামলা করলে পুলিশ জড়িত জলদস্যুদের আটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন