সরকারের উন্নয়নের সফলতাকে জনগণের দরগোড়ায় পৌঁছে দিতে হবে

Exif_JPEG_420
Exif_JPEG_420

উখিয়া প্রতিনিধি:

‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগানকে ধারণ করে সারা দেশের ৪৯৭টি উপজেলায় সাথে উখিয়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সরকারের উন্নয়নকে সাধারণ জনগণের কাছে তুলে ধরার জন্য সারা দেশে উপজেলা ভিত্তিক উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে সোমবার দুপুর ২টায় উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সরকারী বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহাব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৈকত ইসলাম, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কেএম শাহরিয়ার নজরুল, খাদ্য কর্মকর্তা সুনিল দত্ত, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, উখিয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। এসময় বক্তারা সরকারের ধারাবাহিক উন্নয়নকে আরও বেগবান করার জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বেসরকারী সংস্থা গুলোকেও এগিয়ে আসতে হবে বলেও তারা উল্লেখ করেন।

তাছাড়া সরকার অভাবনীয় সফলতাকে সাধারণ জনগণের দরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আরও আন্তরিক ভাবে কাছ করে যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রায়হানুল ইসলাম মিয়া। উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেদু বড়ুয়া পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উখিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তাহাছিন তানভীর, ত্রিপিটক পাঠ করেন মিলিকা বড়ুয়া তুলী, গীতা পাঠ করেন সুরঞ্জিতা চৌধুরী। আলোচনা সভার শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও সরকারী বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জাঁককজমক পূর্ণ মেলায় ৩২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন