‘সততা, নিষ্ঠা ও আন্তরিকতাকে গুরুত্ব দিয়ে প্রশাসন চালাতে চাই’

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসারদ্বয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন।

এতে নবাগত ইউএনও সাদিয়া আফরিন কচি’কে বরণ ও এস.এম সারওয়ার কামালকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন এর সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে নবাগত ইউএনও সাদিয়া আফরিন কচি বলেন, ‘সততা, নিষ্ঠা ও আন্তরিকতাকে গুরুত্ব দিয়ে আমি প্রশাসন চালাতে চাই’। এজন্য উপজেলার সর্বস্থরের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা প্রয়োজন। তাদের সহযোগিতা পেলে এই উপজেলাকে মাদকমুক্ত, চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধসহ নাইক্ষ্যংছড়িকে সম্ভাবনাময়ী পর্যটন সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা সহায়ক হবে।

বিদায়ী ইউএনও এস.এম সারওয়ার কামাল বলেন, দায়িত্বকালীন সময়ে রোহিঙ্গা সমস্যার মত চ্যালেঞ্জিং সমস্যা মোকাবেলা করতে হয়েছে। সামগ্রিক কাজে এলাকার মানুষের সহযোগিতা পেয়েছি। তেমনিভাবে নবাগত ইউএনওর প্রতি জনসাধারণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, স্থানীয় প্রকৌশল বিভাগের প্রকৌশলী তোফাজ্জল হোসেন, বিএলআরআই কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুল্লাহ সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুহুরা বেগম, এমপি প্রতিনিধি আলহাজ্ব খায়রুল বাশার, মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, প্রেসক্লাব প্রধান উপদেষ্ঠা মাঈনুদ্দিন খালেদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুস সাত্তার, কৃষক লীগ সভাপতি সাইফুদ্দিন শিমুল।

এছাড়াও বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি পদোন্নতি নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় এবং বিদায়ী ইউএনও এস.এম সারওয়ার কামাল পদোন্নতি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এডিসি হিসেবে যোগদান করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন