parbattanews

শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে: দীপংকর

রাঙ্গামাটি প্রতিনিধি:

পার্বত্যাঞ্চলে শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। পার্বত্যাঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙ্গালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ অস্ত্রদারীদের প্রতিহত করতে হবে।

বুধবার (১৮ এপ্রিল) রাঙ্গামাটি মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর আয়োজনে রাঙ্গামাটি শহরের আসামবস্তি নারিকেল বাগান এলাকায় সাংগ্রাই উৎসবের আলোচনা সভায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার একথা বলেন।

তিনি বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র জাতিত্ত্বার প্রতি বর্তমান সরকার অনেক আন্তরিক। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুর জন্য নিজস্ব মাতৃভাষার পাঠ্যপুস্তক পার্বত্যাঞ্চলের প্রতিটি জেলায়-উপজেলা ছড়িয়ে দিয়েছেন।

এছাড়াও জলকেলি উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা সংরক্ষিত আসনের এমপি ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, রাঙ্গামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবীর, রাঙ্গামাটি মারমা সংস্কৃতি সংস্থা ( মাসস) এর সাধারণ সম্পাদক মংউচিং মারমাসহ বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমাদের সামাজিক ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাই। নতুন বছরকে স্বাগত এবং পুরাতন বছরকে বিদায় জানাতে জলকেলি উৎসব পালন করেন মারমারা।

Exit mobile version