parbattanews

শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নানিয়ারচর উপ-নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রাঙামাটির নানিয়ারচর উপ-নির্বাচনে ভোট গ্রহণ। বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪টি ইউনিয়নের ১৪টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ করা হয়।

সকালে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বেড়ে যায়। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ভোট গ্রহণ শেষ হলেও কোথাও কোন গোলাযোগের সংবাদ পাওয়া যায়নি। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী এবং বিজিবির সমন্বয়ে আইন-শৃঙ্খলা বাহিনী পুরো নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করে রাখে। ফলে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হাজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা জেকি চাকমা জানান, আমরা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছি। কোন সমস্যা হয়নি।

রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা ও নানিয়ারচর উপজেলা পরিষদের উপনির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ জানান, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার থাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Exit mobile version