লামা উপজেলায় শীতবস্ত্র বিতরণ

bandarban-pic-1-8-1

নিজস্ব প্রতিদবেদক:

বান্দরবানের লামা উপজেলায় কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির সহধর্মিনী মেহাপ্রু মার্মার ব্যক্তিগত উদ্যোগে রবিবার উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্বচাম্বী এলাকার প্রায় এক হাজার গরীব, অসহায়, শীতার্ত মানুষের মাঝে এসব দেয়া হয়।

আজিজনগর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ডিগ্রিখোলা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে বিতরণ করা হয়। আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রফিক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক একরামুল হক বাবুল, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবীর সহধর্মিনী কামরুন্নেছা, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনসহ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ শেষে প্রধান অতিথি মেহ্লা প্রু মার্মা চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন